কলকাতা: লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। কলকাতায় রাতের পারদই ২০ ডিগ্রি ছুঁয়ে ফেলল। সোমবার সকালে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। ফাল্গুনের প্রথম দিনই বাতাসে অস্বস্তি। তবে আগামী সপ্তাহে বৃষ্টিরও আভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তেমনটা হলে অস্বস্তি খানিকটা কমবে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু’ ডিগ্রি বেশি। আকাশ আংশিক মেঘলা। বেলা বাড়লে পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দু’দিন সকালে দক্ষিণবঙ্গে কুয়াশার আভাস। সিকিম ও অরুণাচল প্রদেশে হালকা বৃষ্টির সম্ভাবনা। সামান্য বৃষ্টি হতে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়।
আরও পড়ুন: শিশুর গোঙানি, রক্তে ভাসছে রাস্তা, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ১৩ মৃতদেহ
আগামী সপ্তাহের মাঝে হালকা বৃষ্টির সম্ভাবনা বাঁকুড়া ও পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে। বুধবার বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড ও উড়িষ্যাতে। তার প্রভাবেই বাংলার জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।