সকাল থেকেই মুখ ভার আকাশের! আজ ভিজতে পারে শহর

Feb 15, 2021 | 8:39 AM

মঙ্গলবার বাগদেবীর আরাধনা। তার আগে এদিনের পূর্বাভাসে খানিকটা হলেও মন খারাপ পড়ুয়াদের। তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই আভাস হাওয়া অফিসের।

সকাল থেকেই মুখ ভার আকাশের! আজ ভিজতে পারে শহর
ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: সকাল থেকেই মুখ ভার শহরের। আবহাওয়া দফতর বলছে সরস্বতী পুজোর আগে ভিজতে পারে কলকাতা। তবে তাপমাত্রা কিন্তু কুড়ির ঘর ছুঁয়ে ফেলেছে সোমবার। ধীরে ধীরে রোজই ঊর্ধ্বমুখী হবে পারদ।

হাওয়া অফিস জানিয়েছে, সোমবার রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাতও হতে পারে। মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে বৃষ্টি হতে পারে ঝাড়খণ্ড ও ওড়িশা সংলগ্ন পশ্চিমের জেলাগুলিতে। হালকা বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং হাওড়ায়।

আরও পড়ুন: ভিডিয়ো: আপনি কখনও প্রেম প্রস্তাব পেয়েছেন? টিভি নাইনে অকপট স্বীকারোক্তি অনুব্রতর

সোমবার দিনভর আংশিক মেঘলা আকাশ। সকালে কুয়াশার পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। এদিন সকালের তাপমাত্রা ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা দু’ ডিগ্রি বেশি। রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৯৮ শতাংশ।

ইতিমধ্যেই শীত উধাও হয়েছে কলকাতা থেকে। রাতে ও ভোরের দিকে শীতের আমেজটুকু মালুম হচ্ছে। দক্ষিণবঙ্গের জেলায় অবশ্য আরও কিছুদিন হালকা ঠান্ডা থাকবে। তবে উত্তরে আগামী তিনদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি হতে পারে।

Next Article