কলকাতা: দিন দুয়েক হল তাপমাত্রা বেড়েছে কিছুটা। সকাল থেকে আকাশ পরিষ্কার। একেবারে ছুটির মেজাজ। আবীর, রঙ নিয়ে রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছেন বাংলার মানুষ। কোথাও কোথাও চলছে বসন্ত উৎসব তথা সাংস্কৃতিক অনুষ্ঠান। হলুদ বা সাদা শাড়ি পরে একে অপরের গালে রঙ ছুঁইয়ে দিচ্ছেন কেউ কেউ। কিন্তু সেই সব আনন্দই মাটি হয়ে যেতে পারে। নামতে পারে অঝোরে বৃষ্টি। এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দফতর। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে একটা অংশে।
অসমে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। তার জেরেই সোমবার দোলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যেই উত্তরবঙ্গ জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির ইঙ্গিত দেওয়া হয়েছে।
তবে দোলে বৃষ্টি থেকে বাদ পড়বে না দক্ষিণবঙ্গও। দক্ষিণের আট জেলায় সোমবার বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই বৃষ্টি শুরু হওয়ার আগে রঙের খেলা সেরে নেওয়াই ভাল, নাহলে সব রঙ ধুয়ে যেতে পারে বৃষ্টিতে। কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘলা। ফলে গরম বাড়বে। তাপমাত্রার বেশ কিছুটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। ৩৭ ডিগ্রির ঘরে যেতে পারে দক্ষিণবঙ্গের পারদ। গতকাল, রবিবার পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছয় ৩৭.৬ ডিগ্রিতে।