Weather Update: ঠায় দাঁডিয়ে নিম্নচাপ, প্লাবনের আশঙ্কা বাড়ছে, মঙ্গলবার দিনভর কেমন থাকবে আবহাওয়া
Weather Update: ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ফলে, ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে বাড়বে বিপদ। এখনও পর্যন্ত ৪০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি।

কলকাতা: নিম্নচাপের বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা। ভাসছে কলকাতা, জলমগ্ন শহরতলিও। মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরতে গিয়ে হাঁটুজল পেরতে হয়েছে অনেককেই। ছাতা মাথায় দিয়েও রক্ষা হচ্ছে না। রাস্তা থেকে ট্রেন লাইন, জল জমার দুর্ভোগ সর্বত্র। সাধারণ মানুষের প্রশ্ন, কতদিন চলবে এই জল যন্ত্রণা? পরিস্থিতি কি আরও খারাপ হতে পারে?
আবহাওয়াবিদরা বলছেন, ফের প্লাবনের আশঙ্কা বাড়ছে পশ্চিমাঞ্চলে। আলিপুল আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ঠায় দাঁড়িয়ে রয়েছে নিম্নচাপ। নিম্নচাপের দোসর হয়েছে মৌসুমী অক্ষরেখাও। নিম্নচাপ-অক্ষরেখার জেরে মঙ্গলবার দিনভর বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে।
এদিকে, ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। ফলে, ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে বাড়বে বিপদ। এখনও পর্যন্ত ৪০ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আগামী রবিবার পর্যন্ত বৃষ্টি এমনই চলবে। কলকাতা পুরসভা এই পরিস্থিতির জন্য প্রস্তুত বলে জানিয়েছেন মেয়র পারিষদ তারক সিং।
যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর নিম্নচাপ, তাই মৎস্যজীবীদের সমুদ্রে যাওরা পরও এখনও জারি রয়েছে নিষেধাজ্ঞা। সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনাই বেশি, ঘণ্টায় ৩৫-৪৫ কিমি বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। মৎস্যজীবীদের অপেক্ষা করতে হবে ৮ জুলাই পর্যন্ত।
