Weather Update: বিহারের বৃষ্টিতে ডুবতে পারে বাংলা! পুজোর আগেই জারি ‘রেড অ্যালার্ট’

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 27, 2024 | 5:11 PM

Weather Update: বৃষ্টি কিছুটা কমলেও উদ্বেগ কমছে না দক্ষিণবঙ্গে। চিন্তা বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি। আজ, শুক্রবার ৩৩ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আরও একদিন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে।

Weather Update: বিহারের বৃষ্টিতে ডুবতে পারে বাংলা! পুজোর আগেই জারি রেড অ্যালার্ট
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত বাংলা
Image Credit source: PTI

Follow Us

কলকাতা: পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। আকাশের অবস্থা আর সার্বিক আবহাওয়া বুঝিয়ে দিচ্ছে, পুজো এবার খুব একটা শুষ্ক হবে না। বরং বৃষ্টির জেরে রাজ্যের বেশ কিছু জায়গায় সাধারণ মানুষের নাজেহাল অবস্থাও হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাসে নতুন করে বাড়ছে উদ্বেগ। ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জেরে বৃষ্টি হবে পুজোর মধ্যেও। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ- দুই জায়গার পরিস্থিতি নিয়েই বাড়ছে উদ্বেগ।

আজ, শুক্রবার উত্তরবঙ্গের পাঁচটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। পূর্বাভাসে বলা হয়েছে, একদিনে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিও হতে পারে। পাহাড়ে ও ডুয়ার্স এলাকায় পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে আরও ধস নামতে পারে। ইতিমধ্যেই ধস নেমে একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে পাহাড়ে।

রাজ্যের একাধিক জায়গায় বন্যায় কার্যত বিপর্যস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, বাংলার নয়, ভিনরাজ্যের জলে বন্যা হয়েছে রাজ্যে। এরই মধ্যে আবহাওয়াবিদরা বলছেন, বিহারের বৃষ্টিতে ডুবতে পারে মালদহের বিস্তীর্ণ অংশ।

বৃষ্টি কিছুটা কমলেও উদ্বেগ কমছে না দক্ষিণবঙ্গে। চিন্তা বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি। আজ, শুক্রবার ৩৩ হাজার কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আরও একদিন ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। তাই বন্যা নিয়ে সিঁদুরে মেঘ দেখছে বাংলা। ডিভিসি বেশি জল ছাড়লে পুজোর আগে ফের প্লাবন অনিবার্য। হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়া নিয়ে আশঙ্কা রয়েছে।

Next Article