Weather Update : ফিরছে ঠান্ডার আমেজ, ফেব্রুয়ারিতে শীতের কনকনানির সম্ভাবনা তিলোত্তমায়

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Feb 02, 2023 | 6:40 PM

Weather Update : তবে আগামী ৬ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ফের বেশ খানিকটা বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Weather Update : ফিরছে ঠান্ডার আমেজ, ফেব্রুয়ারিতে শীতের কনকনানির সম্ভাবনা তিলোত্তমায়
ছবি:PTI

Follow Us

কলকাতা : পূর্বাভাস ছিলই। ফেব্রুয়ারির শুরু থেকেই বাংলায় বেড়েছে উত্তরে হাওয়ার দাপট। বুধবার রাত থেকেই নামতে শুরু করেছে তাপমাত্রার পারা। ফিরেছে শীতের (Winter) আমেজ। এদিন শহর কলকাতায় (Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি। তবে আগামী ৪৮ ঘণ্টায় আরও হতে পারে পারাপতন। শনি-রবিবারের মধ্যে তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। এদিন দিনভর বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৪৭ থেকে ৮৭ শতাংশের আশেপাশে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে আগামী ৬ ফেব্রুয়ারির পর থেকে তাপমাত্রা ফের বেশ খানিকটা বাড়তে পারে বলে জানা যাচ্ছে। তারপর থেকে ৩ দিন ঊর্ধ্বমুখী থাকবে পারা।

৯ তারিখ থেকে ফের দেখা যেতে পারে পারাপতন। দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাতেই দেখা যাবে এই ছবি। তবে এই মুহূর্তে গোটা রাজ্যেই বৃষ্টির কোনও পূর্বাভাস নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। তবে কিছু কিছু জেলায় আংশিক মেঘলা আকাশের দেখা মিলতে পারে।  

দক্ষিণবঙ্গে ফের শীতের আমেজ ফিরলেও, ভাগ্য সহায় হবে উত্তরবঙ্গেরও। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৪৮ ঘণ্টায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে আগামী ৪৮ ঘণ্টায়। মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে থাকছে কুয়াশার সতর্কতা। আংশিক মেঘলা আকাশের দেখা মিললেও বেশিরভাগ জেলাতেই নেই বৃষ্টির পূর্বাভাস। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সিকিমের পার্বত্য এলাকাতেও বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা থাকছে। এদিকে  উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার জেরে আবহাওয়ার বড়সড় পরবিরর্তন হতে শুরু করেছে একাধিক রাজ্যে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শুক্রবার থেকে রবিবারের মধ্যে জম্মু-কাশ্মীর হিমাচল প্রদেশ সহ উত্তর-পশ্চিমে পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

Next Article