কলকাতা: দিন দুয়েকের জন্য আপাতত দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে চলেছে। অংশত মেঘলা আকাশ থাকলেও বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম। বরং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর। মাঝে আর এক সপ্তাহ পুজোর বাকি। মহালয়া থেকে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে হিসাবমতো এই শনি-রবিবার নিশ্চিন্তে পুজোর বাজার সেরে ফেলতে পারেন উৎসবমুখর বাঙালি।
আজ শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু’ এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কমই থাকবে। কলকাতায় আজ থেকে আবহাওয়ার উন্নতি হবে। হালকা দু’ এক পশলা বৃষ্টি হলেও আকাশ ধীরে ধীরে পরিষ্কার হবে। রবিবার-সোমবার পর্যন্ত এমনটাই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। আপাতত চার-পাঁচদিন ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
তবে আবহাওয়ার পূর্বাভাস উত্তরবঙ্গবাসীকে চিন্তায় রাখবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামার প্রবল সম্ভাবনা রয়েছে। নদীর জলস্তর অনেকটা বাড়তে পারে। কোথাও কোথাও নদীর জলস্তর বিপদ সীমার উপরে উঠতে পারে। নিচু এলাকায় প্লাবনের আশঙ্কা রয়েছে। বৃষ্টির জন্য পার্বত্য এলাকার রাস্তায় দৃশ্যমানতা কমতে পারে। বজ্রপাতের আশঙ্কা থাকায় নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের।
ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার জেলায়। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহারে। মালদহ, দুই দিনাজপুরে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৩৮.৬ মিলিমিটার।