Weather Update: আবার নামবে বৃষ্টি, হেমন্তে অকাল বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 30, 2023 | 4:08 PM

Weather Update: আবহাওয়া দফতর জানাচ্ছে, ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার অবধি এমনটা চলবে। এরপর শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে হেমন্তের বাংলা। শুক্রবারের পাশাপাশি শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতার তাপমাত্রা নেমেছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার তা বেড়ে হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস।

Weather Update: আবার নামবে বৃষ্টি, হেমন্তে অকাল বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
বৃষ্টির পূর্বাভাস
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: হেমন্তের আবহাওয়ায় আপাতত বিরতি। ফের হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। আবহবিদরা বলছেন, পূবালি বাতাসের হাত ধরে মেঘ ঢুকবে বঙ্গে। ফলে কার্তিকের বাংলায়। এর ফলে তাপমাত্রাও সামান্য কিছুটা বাড়বে। আজ সোমবার সকাল থেকেই রোদের তাপ বেশ কিছুটা কড়া হয়েছে। শুকনো গরম বেড়েছে। হাওয়া অফিস বলছে, রাতের তাপমাত্রাও কিছুটা বাড়বে।

প্রতি বছরই দুর্গাপুজো মিটলে আবহাওয়ায় একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। ধীরে ধীরে কমতে শুরু করে গরম। এবার যেহেতু কার্তিক মাসে পুজো, তাই আবহাওয়ায় বদল এসেছে অনেকটাই। গলদঘর্ম হয়ে পুজো দেখতে হয়নি বঙ্গবাসীকে। এমনকী বিকালের পর থেকে আমুল বদলেছে হাওয়া। সেজেগুজে বেরিয়েল গরমে নাকাল হতে হয়নি উৎসবমুখর বাঙালিকে। এরপর গত কয়েকদিনে আবহাওয়ায় হেমন্তের ছোঁয়া স্পষ্ট। ভোরের দিকে বা রাতের দিকে তাপমাত্রা নেমেছে অনেকটাই। তবে সে ছন্দ পতন হতে চলেছে আবার। কালীপুজোর আগে নামবে বৃষ্টি।

আবহাওয়া দফতর জানাচ্ছে, ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে রাতের তাপমাত্রা। বৃহস্পতিবার অবধি এমনটা চলবে। এরপর শুক্রবার থেকে বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজবে হেমন্তের বাংলা। শুক্রবারের পাশাপাশি শনিবারও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার কলকাতার তাপমাত্রা নেমেছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াসে। সোমবার তা বেড়ে হয়েছে ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৪-২৫ ডিগ্রিতে পৌঁছতে পারে। কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রাও।

Next Article