Weather Update: ফের চড়বে গরমের পারদ, স্বস্তির আবহাওয়া আর কতদিন?

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 25, 2023 | 5:34 PM

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার-বুধ-বৃহস্পতিবার স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মেঘলা থাকবে আকাশ।

Weather Update: ফের চড়বে গরমের পারদ, স্বস্তির আবহাওয়া আর কতদিন?
প্রতীকী ছবি।

Follow Us

কলকাতা: স্বস্তির দিন শেষ। ফের বাড়তে চলছে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা। গত শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস (Alipur weather Update)। সেই মতো গত কয়েকদিন ধরে অল্প হলেও বৃষ্টি হয়েছিল। পরিবেশ একপ্রকার ঠান্ডা হয়ে গিয়েছিল। তবে তা বেশিদিন স্থায়ী হল না। আগামী দিনে তিন থেকে চার ডিগ্রি বাড়বে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার-বুধ-বৃহস্পতিবার স্থানীয়ভাবে মেঘ তৈরি হওয়ার কারণে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। মেঘলা থাকবে আকাশ। তারপর থেকে তিন থেকে চার ডিগ্রি বেড়ে যাবে তাপমাত্রা। তবে একটাই আশার কথা, চল্লিশ ডিগ্রি উঠবে না পারদ।  বুধবার থেকে তাপমাত্রা বাড়লেও নতুন করে তাপপ্রবাহের কোনও সতর্কবার্তা আর নেই। সেক্ষেত্রে বলা যেতেই পারে, দহনের সেই জ্বালা এখন আর রাজ্যবাসীকে সহ্য করতে হবে না।

এই মাসের মাঝামাঝি থেকে রাজ্যবাসীকে একটানা যে দহন জ্বালা সহ্য করতে হয়েছে, তা শেষ কবে করেছে, তা বলা কঠিন। আবহাওয়াবিদরাই বলছেন, এপ্রিল মাসে গত ১০ বছরে এমন গরম পড়েনি। তবে শনিবার থেকেই কিছুটা হলেও স্বস্তি পেয়েছে রাজ্যবাসী। ২০ কিংবা ২১ তারিখ দক্ষিণবঙ্গের সর্বত্র বৃষ্টি না হলেও, তাপমাত্রা বেশ অনেকটাই কমে গিয়েছে। কেমন একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে!অন্ততপক্ষে আগামী ১-২ দিন এরকমই থাকবে আবহাওয়া।

 

Next Article