কলকাতা: রাত পোহাতেই বদলে যাবে আবহাওয়া। তুমুল বৃষ্টির পূর্বাভাস। জারি হলুদ ও কমলা সতর্কতা। উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগণায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। কোথায় কবে বৃষ্টি দেখে নিন এক নজরে…
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে।
২৩ তারিখ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলা, অর্থাৎ মুর্শিদাবাদ,নদিয়া, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, দুই মেদিনীপুর ঝড়-বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিঙ, কালিম্পং এবং মালদহে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বাকি জেলায় হালকা বৃষ্টি। দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।
২৪ তারিখ বৃষ্টির পরিমাণ কমবে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্ত বৃষ্টি হবে।
২৫,২৬, ২৭ পশ্চিমবঙ্গের কোন জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুরে হলুদ সতর্কবার্তা ঝড় বৃষ্টির জন্য।
শনিবার থেকে ২৩ তারিখ সকাল পর্যন্ত কমলা সতর্কবার্তা দুই বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, দুই বর্ধমান ঝড় বৃষ্টি বেশি হবে কমলা সতর্কবার্তা, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।
২৪ তারিখ তেমন কোনও সতর্কবার্তা নেই। তবে সর্বনিম্ন তাপমাত্রা দুদিন একটু বাড়বে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তারপর আবার কমবে দক্ষিণবঙ্গের জন্য।উত্তরবঙ্গের জন্য তাপমাত্রা একই থাকবে।