কলকাতা: মঙ্গলবার থেকেই আবহাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। অংশত মেঘলা আকাশ। বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূলে। আজ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ রয়েছে, বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হবে রাজ্যের উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে।
নিম্নচাপের বৃষ্টিতে বিঘ্ন ঘটতে পারে ইডেনের ম্যাচে। বৃহস্পতিবার ইডেনে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। সেদিন কলকাতায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ ৮ জেলায়। নিম্নচাপ আরও শক্তি বাড়াবে কি না, নিম্নচাপের গন্তব্যই বা কী, উত্তর খুঁজছেন আবহবিদরা।
কলকাতায় সকালে ও সন্ধ্যায় খুব হালকা শীতের আমেজ থাকবে মঙ্গলবার। বুধবার হাওয়া বদলের সম্ভাবনা। বাড়বে রাতের তাপমাত্রাও। আজ মঙ্গলবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৪৯ থেকে ৯৪ শতাংশ।
*বুধবার হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে।
*বৃহস্পতিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়।
*শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান ও নদিয়ায়।
*শনিবার বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।