Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে কালবৈশাখী, ঝেঁপে নামছে বৃষ্টি!

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 20, 2022 | 10:19 AM

Weather Update: বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপর দিয়েই উত্তরের পথে চলে যাচ্ছিল এতদিন। বৃষ্টি পাচ্ছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার বা আলিপুরদুয়ার।

Weather Update: আর কিছুক্ষণের মধ্যেই এই জেলাগুলিতে কালবৈশাখী, ঝেঁপে নামছে বৃষ্টি!
কলকাতায় কালবৈশাখীর দেখা (প্রতীকী ছবি)

Follow Us

কলকাতা: বৃহস্পতিবার থেকেই কলকাতায় ঝড়বৃষ্টি। দক্ষিণবঙ্গে অবশ্য বুধবারই হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । আজ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাংশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার। এমনটাই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে গত কয়েকদিন ধরেই। উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটা নিম্নচাপ অক্ষরেখা ছিল, তার জেরে এই ঝড়বৃষ্টি। এই সময়ে অনান্য বছর গুলিতে তিন থেকে চারটি কালবৈশাখী হয়ে যায়। কিন্তু এবছর এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে কালবৈশাখী হয়নি। তবে আজ, মরসুমের প্রথম কালবৈশাখী পেতে চলেছে কলকাতা।  কলকাতায় সন্ধ্যার দিকে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শহরে বৃষ্টি হবে কম। পশ্চিমের জেলা ও উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।

ওয়েদার আপডেট এক নজরে

♦ এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, যার অবস্থান ঝারখাণ্ডের ওপর। এবং একটা অক্ষরেখা রয়েছে যার অবস্থান উত্তরবঙ্গ থেকে অসম পর্যন্ত। এর ফলে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টি হবে।

♦  দক্ষিণবঙ্গে বুধবার বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে।

♦  ২০,২১ ও ২২ তারিখে দক্ষিণবঙ্গে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ২০-২২ তারিখের মধ্যে কালবৈশাখী পেতে পারে রাজ্য।  উত্তরবঙ্গে যেমন বৃষ্টি চলছে, তেমনিই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও প্রথম কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে।

♦  ১ মার্চ থেকে আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে সমস্ত জেলা যে শুষ্ক ছিল, তা আর থাকছে না। এবার ভিজবে দক্ষিণও। কলকাতার ক্ষেত্রে আংশিক মেঘলা আকাশ,  সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাপমাত্রার ক্ষেত্রে যেদিন বৃষ্টি হবে সেদিনই ১ ডিগ্রি কমার সম্ভাবনা থাকছে।

বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ওপর দিয়েই উত্তরের পথে চলে যাচ্ছিল এতদিন। বৃষ্টি পাচ্ছিল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার বা আলিপুরদুয়ার। কিন্তু দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি হচ্ছিল না এতদিন। তেঁতে-পুড়ে একসার হচ্ছিলেন দক্ষিণের বাসিন্দারা। এবার সে রাস্তা খুলে গেছে। কলকাতা ও লাগোয়া উপকূলে ঝড় উঠবে, বৃষ্টি নামবে।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা নেই।

আরও পড়ুন: Purbosthali Physical Assault Case: কার্টুন দেখানোর নামে বাচ্চা মেয়েগুলোকে ডেকেছিল, মন্দিরেই যুবক যা ঘটাল তাতে ফুঁসছে গোটা গ্রাম

আরও পড়ুন:  Katwa Crime News: পরিচারিকা এলেই রান্নাঘরের সামনে দিয়ে ঘুরঘুর করতেন স্বামী… চরম নৃশংসতার ছাপ ছেড়ে গেলেন স্ত্রী

 

Next Article
Ad-hoc Bonus: ঈদের আগেই সুখবর! রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য উৎসবের বোনাস ঘোষণা নবান্নের
Bansdroni Shootout: পিঠে গুলি নিয়েই সঙ্গীর সঙ্গে দেখা করতে গিয়েছিল বাঁশদ্রোণীর সেই তৃণমূল কর্মী, কী বলতে চেয়েছিল?