কলকাতা: বুধবারও কলকাতায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানিয়ে দিল আলিপুর আবহাওযা দফতর। সকাল থেকেই কলকাতায় আকাশ থাকবে মেঘলা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, কলকাতার কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ সঞ্চার করে বৃষ্টি হবে। মঙ্গলবারও কলকাতায় ঝড়ূবৃষ্টি হয়েছে। তাতেই রাতের তাপমাত্রা নামল স্বাভাবিকের থেকে ছয় ডিগ্রি। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস থাকবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে জেলাগুলোতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝড়-বৃষ্টিতে জেলাগুলোর তাপমাত্রাও দুই থেকে তিন ডিগ্রি কম হবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৮ তারিখ থেকে বৃষ্টিপাত কমে যাবে উত্তরবঙ্গে। তবে বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি চলবে কয়েকদিন। টানা বৃষ্টিতে উত্তরবঙ্গেও ২-৪ ডিগ্রি তাপমাত্রা কমে যাবে। তেমনই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বৃষ্টি হলেও দুপুরের দিকে দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবেই। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ৬ মে-র পর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। সেক্ষেত্রে সেই নিম্নচাপ যদি শক্তিশালী হয়, তাহলে ঘূর্ণিঝড়েরও আশঙ্কাও থাকছে।
আগামী চার-পাঁচ দিন ধরে উত্তর পূর্ব ভারত ও সিকিমেও টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচলপ্রদেশে। আপাতত দহন-দাপট থেকে মুক্ত বাংলা। তবে ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
গত সপ্তাহ খানেক জুড়ে তাপপ্রবাহে জর্জরিত হয়েছে পশ্চিমের জেলাগুলি। বাঁকুড়া থেকে পুরুলিয়া, পানাগড়ে তাপপ্রবাহ চলছে। এখন কিছুটা তাপ-মুক্ত বাংলা। মঙ্গলবারই বৃষ্টিতে ভিজেছে গোটা দক্ষিণবঙ্গ। মূলত হাওড়া, হুগলির বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি হয়েছে। উপকূলবর্তী এলাকাগুলিতে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।