Weather Update: চাঁদিফাটা রোদ্দুর থেকে মিলবে রেহাই, শীঘ্রই ভিজবে বাংলা, তারিখ জানালেন আবহাওয়াবিদরা

Weather Update: শুক্রবার থেকে বাংলায় বৃষ্টির সম্ভাবনা। জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গবাসীকে আর চার দিন অপেক্ষা করতে হবে।

Weather Update: চাঁদিফাটা রোদ্দুর থেকে মিলবে রেহাই, শীঘ্রই ভিজবে বাংলা, তারিখ জানালেন আবহাওয়াবিদরা
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 17, 2023 | 6:23 PM

কলকাতা: তাপপ্রবাহের হাত থেকে রেহাই মিলতে পারে! চার দিন পর বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী শুক্রবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং রেহাই মিলতে পারে তাপপ্রবাহের হাত থেকে। ২০ এপ্রিল দক্ষিণবঙ্গের দুই জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে, পরের দিন অর্থাৎ শনিবার ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অবশ্য দক্ষিণবঙ্গের বাকি জেলায় কবে বৃষ্টিপাত, তা এখনও বলা যাচ্ছে। উত্তরবঙ্গেও বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তার মানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকা শুরু হচ্ছে।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, গত ১০ দিন ধরে বঙ্গোপসাগর থেকে বাংলায় জলীয় বাষ্প ঢোকা বন্ধ রয়েছে। উল্টে উত্তর পশ্চিম দিক অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে শুকনো বাতাস বাংলায় ঢুকছে। তার সঙ্গে পরিষ্কার আকাশ। পরে রোদের তেজও মারাত্মক বেশি। আর্দ্রতা ১০-১৫শতাংশের আশপাশে রয়েছে। তবে আশা করা যাচ্ছে, পশ্চিমাঞ্চলের দুটি জেলায় আপাতত জলীয় বাষ্পের দরুণ বৃষ্টিপাত হবে।

প্রসঙ্গত, গত ১০ বছরের মধ্যে এপ্রিলে এরকম গরম দেখেনি বাংলা। ১৫ এপ্রিল এবছর তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর। ২০১৬ সালের ১৫ এপ্রিল কলকাতায় তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর ছুঁয়েছিল। জলীয় বাষ্প ঢুকতে থাকায় ধীরে ধীরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিছুটা হলেও আকাশ মাঝেমধ্যে মেঘলা হতে শুরু করেছে। তবে কলকাতা কিংবা উপকূলবর্তী এলাকায় বৃষ্টি কবে হবে, তা এখনও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।

এক  নজরে তাপমাত্রা

বাঁকুড়ায় ৪৩.৭ ডিগ্রি, শ্রীনিকেতনে ৪৩.২ ডিগ্রি মালদহে ৪২.৩ ডিগ্রি, পুরুলিয়ায় ৪১.৭ ডিগ্রি কলকাতায় ফের ৪০ ডিগ্রি ছুঁল তাপমাত্রা।

এপ্রিলে ৩ বার চল্লিশের ঘরে কলকাতার পারদ। বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে অবশেষে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।২০ এপ্রিল পশ্চিমাঞ্চলের ২ জেলায় বৃষ্টির পূর্বাভাস।২১ এপ্রিল পশ্চিমাঞ্চলের ৪ জেলায় বৃষ্টির পূর্বাভাস। ২১ এপ্রিল উত্তরবঙ্গের ৫ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা।