কলকাতা: গ্রীষ্মকালে গরম পড়ে। শীতকালে ঠান্ডা। বিশ্ব উষ্ণায়নের দাপটে গ্রীষ্মে পোড়া গরম সইতে হচ্ছে। অথচ, শীতে ভালো ঠান্ডা মিলছে না। এই যেমন এখন, মাঝ অঘ্রাণেও ঘামতে হচ্ছে! তবে এ সবের মধ্যে কিছুটা হলেও সুখের খবর।
সোমবার থেকে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমর সম্ভাবনা। জানাল আলিপুর আবহাওয়া দফতর। আগামী পাঁচ দিন দু’বঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। উত্তর-পশ্চিমের শুষ্ক বাতাসের প্রভাব বেড়েছে এবং জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমেছে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ছয় দিন। রাতের তাপমাত্রা কমবারও একটা সম্ভাবনা রয়েছে। কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে আগামী দু’দিনের তিন ডিগ্রি তাপমাত্রা কমার সম্ভাবনা। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রার কুড়ির নীচে নামার সম্ভাবনা, কোন ওয়েদার সিস্টেম নেই এবং উত্তর-পশ্চিমের হাওয়ার প্রভাব রয়েছে, তাই এই তাপমাত্রা কম থাকার প্রবণতা আগামী কয়েক দিন বজায় থাকবে।
নভেম্বরে ১৮.৯ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামেনি তাপমাত্রা। এরকম ২০০১ সালের পর এই প্রথম দেখল কলকাতা। জেলার অবস্থাও তথৈবচ। ডিসেম্বর মাস পড়ে গেছে, বোঝার উপায় নেই!
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়ে দিয়েছে, ২০২৩ সালই পৃথিবীর উষ্ণতম বছর হতে চলেছে। ভাঙতে চলেছে ২০১৬, ২০২০ সালের রেকর্ড। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে বাংলাও। শীতের পূর্বাভাসে সেটাই যেন মনে করিয়ে দিল মৌসম ভবন।