TMC on Loksabha Election 2024: ‘মমতার হাত শক্ত করুন’, কলকাতায় চব্বিশের প্রথম দেওয়াল লিখলেন কুণাল

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 03, 2023 | 4:52 PM

TMC on Loksabha Election 2024: তিন রাজ্যের জয় নিয়ে যখন বিজেপি উচ্ছ্বসিত তখন কুণাল বলেন, "বেল পাকলে কাকের কী। বেল ওপাড়ার গাছে পাকছে। এগুলো তার সঙ্গে পশ্চিমবঙ্গের কাকের কোনও সম্পর্ক নেই। সবই কংগ্রেসের ব্যর্থতা।" কংগ্রেসের ভরাডুবির মধ্য়েই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

TMC on Loksabha Election 2024: মমতার হাত শক্ত করুন, কলকাতায় চব্বিশের প্রথম দেওয়াল লিখলেন কুণাল
দেওয়াল লিখছেন কুণাল ঘোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: চার রাজ্যে বিধানসভা ভোটের ফলাফল নিয়ে উত্তেজনা তুঙ্গে। তিন রাজ্যে বিজেপির জয় নিয়ে মেতেছে বঙ্গের বিজেপি শিবিরও। তারই মধ্যে তৃণমূল মনে করিয়ে দিল লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। কলকাতা শহরে, সম্ভবত গোটা ভারতে প্রথম শুরু হল ২৪-এর লোকসভা নির্বাচনের দেওয়াল লিখন। রবিবার দুপুরেই রং-তুলি হাতে শহরের রাস্তায় নেমে পড়ল রাজ্যের শাসক দল। দেওয়ালে লেখা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। দেওয়াল লিখলেন কুণাল ঘোষ। মমতার হাত শক্ত করার বার্তা দেওয়ার পাশাপাশি কুণাল ঘোষ বুঝিয়ে দিলেন জোটের অবস্থান। বারবার উল্লেখ করলেন তিন রাজ্যের গেরুয়া ঝড় আসলে কংগ্রেসের ব্যর্থতা।

উত্তর কলকাতায় রাস্তার ধারের দেওয়ালে এদিন লেখা হল, ‘লোকসভা নির্বাচনে কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে দিকে দিকে তৃণমূল প্রার্থীদের জয়যুক্ত করুন।’ তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, শুধুমাত্র কলকাতা নয়, ভারতে এই প্রথম দেওয়াল লিখন শুরু হল লোকসভা নির্বাচনকে সামনে রেখে।

তিন রাজ্যের জয় নিয়ে যখন বিজেপি উচ্ছ্বসিত তখন কুণাল বলেন, বেল পাকলে কাকের কী। বেল ওপাড়ার গাছে পাকছে। এগুলো তার সঙ্গে পশ্চিমবঙ্গের কাকের কোনও সম্পর্ক নেই। সবই কংগ্রেসের ব্যর্থতা। কংগ্রেসের ভরাডুবির মধ্য়েই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

ইন্ডিয়া জোট প্রসঙ্গে প্রশ্ন করা হলে কুণাল বলেন, ‘কোনও সম্পর্কের ফাটল নেই।’ আর কংগ্রেস সম্পর্কে তাঁর বক্তব্য, এই ফলাফল কংগ্রেসের ব্যর্থতা ঠিকই। তবে সবাই যখন জোশ নিয়ে লড়বে, তখন জয় আসবেই। একইসঙ্গে কংগ্রেসকে কড়া বার্তা দিয়ে কুণাল বলেন, জমিদারী মনোভাব নিয়ে থাকলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন সাংসদ তথা রেলমন্ত্রী, তিন বারের মুখ্যমন্ত্রী। তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত। সেই অভিজ্ঞতাকে সামনে আনতে হবে। নতুন সরকারের ভরকেন্দ্র হবেন মমতা। দেশ জুড়ে সামনে আসবে বাংলা মডেল। অর্থাৎ জোটে থাকলেও মমতাকে গুরুত্ব দেওয়া উচিত, এমন বার্তাই দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও ছবি ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। এমনকী কুণাল মন্তব্য করেছিলেন যে সরকারের কিছু কাজের জেরে মুখপাত্র হিসেবে কাজ করাও কঠিন হয়ে যাচ্ছে। আর আজ তাঁর হাত ধরেই শুরু হল দেওয়াল লিখন।

Next Article