কলকাতা : বৃষ্টি খুব বেশি হয়নি, তাই প্রবল গরম আর অস্বস্তি নিয়ে জেরবার হচ্ছিল বাঙালি। কিন্তু পুজো কাটতেই পারদ পতন। শনিবার সকালে ঘুম ভাঙতেই অনেকে বুঝতে পারলেন, এসি চালানোর দিন শেষ! ফ্যান বন্ধ, গায়ে চাদর টেনে নেওয়া সকালে বেশ বোঝা গেল স্বমহিমায় হাজির হেমন্ত। আর অক্টোবর মাসের নিরিখে, গত ১০ বছরের মধ্যে কলকাতার আজ শনিবারই কলকাতার শীতলতম দিন। একদিন পারদ নামল ৪ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহান্তে যে বেশ ঠাণ্ডা উপভোগ করা যাবে, তা বোঝাই যাচ্ছে।
সদ্য উপকূল ঘেঁষে বেরিয়ে গিয়েছে সাইক্লোন ‘সিত্রাং’। আর তারপরই একটু একটু করে পারদ নামতে শুরু করেছে। আর এবার কলকাতার পারদ নামল ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। জেলায় আরও বেশি ঠাণ্ডার আমেজ। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ৪ ডিগ্রি পারদ পতন হয়েছে। গত ১০ বছরে অক্টোবরে কলকাতার শীতলতম দিন আজ। শেষবার অক্টোবরেই পারদ ২০ ডিগ্রির নীচে নেমেছিল ২০১২ সালে। সেবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৯ ডিগ্রি। এবার তারও নীচে পারদ। শীত আসতে অনেক দেরি, তার আগেই হেমন্তের ঠাণ্ডা আমেজই একেবারে পড়ে পাওয়া চোদ্দ আনা।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, সকালের দিকে বেশ মনোরম আবহাওয়া থাকবে। কিছু এলাকায় শিশির বা কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে। থাকবে আংশিক মেঘলা আকাশ। বেলা বাড়লে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯২ শতাংশ।
আবহাওয়াবিদরা বলছেন, উত্তুরে হাওয়ার প্রভাব ক্রমশ বাড়বে। দক্ষিণা বাতাসের প্রভাব কমবে। জলীয় বাষ্পের পরিমাণও কমবে বাতাস থেকে। শুষ্ক আবহাওয়ায় কার্যত শীতের আগাম বার্তা আসতে শুরু করেছে। বেশ কিছু জেলার ক্ষেত্রে সকালের দিকে হালকা শীতের আমেজ দেখা দেবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আপাতত। শুষ্ক আবহাওয়ার শুরু।