কলকাতা: দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি জেলায় আগামী ২৪ ঘণ্টায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস।
আবহাওয়াবিদরা জানাচ্ছেন, শিলা বৃষ্টি হতে পারে দার্জিলিং,কালিম্পঙে। বৃষ্টি হবে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে।
তবে বৃহস্পিতবার থেকেই নামবে পারদ। বইবে উত্তুরে হাওয়া। তিন দিনে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সপ্তাহান্তে থাকবে জমিয়ে শীতের আমেজ। ফেব্রুয়ারির শুরুতে তাপমাত্রা বাড়তে পারে। এমনটাই মনে করছেন আলিপুর আবহাওয়া দফতরের কর্তা সৌরিশ বন্দ্যোপাধ্যায়।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার দাপট থাকবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গেও বুধবার ঘন কুয়াশা হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধে কলকাতায় মেঘলা আকাশ। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯৮ শতাংশ। শুধুমাত্র বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে খুব সামান্য বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ থাকবে এবং কুয়াশা দাপট থাকবে সকালে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা আগামী ৫ দিন ৩-৫ ডিগ্রি কমবে।
আসলে শেষ কয়েকদিনে যেভাবে বৃষ্টি হচ্ছে, সবার এখন একটাই প্রশ্ন, শীত কি আর ফিরবে? নাকি এ বারের মতো এপিসোড শেষ? আবহাওয়াবিদরা জানাচ্ছেন, না, শেষ নয়। আবার ফিরবে শীত। সামনের সপ্তাহান্তেই মিলবে হিমেল হাওয়ার ছোঁয়া। বৃষ্টিতে স্য়াঁতস্যাতে নকল শীত নয়, আসল শীতের আমেজ ফিরবে ফের শহরে। প্রথম ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে বাংলায়।
আরও পড়ুন: Kolkata Murder: জামা কাপড় শুকোতে দেওয়া নিয়ে ঝামেলা, ভাইয়ের সঙ্গে নৃশংস কীর্তি দাদার!