কলকাতা: পূর্বাভাসই সত্যি হল। শুক্রবারের ভোরের উত্তুরে হাওয়া কাঁপনি ধরাল শরীরে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। আগামী কয়েক দিন তাপমাত্রা এরকমই থাকবে। জেলাগুলোর ক্ষেত্রে তাপমাত্রা নিম্নমুখী হবে। সকালের দিকে হালকা কুয়াশা থাকলেও বেলায় আকাশ পরিষ্কার থাকবে।।
দরজায় কড়া নাড়ছে শীত। এবছর নভেম্বরের শুরু থেকেই শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল। মাঝের দু’দিনে সেভাবে শিরশিরে হাওয়া অনুভূত হচ্ছিল না। কারণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল। সেই নিম্নচাপের অভিমুখ ছিল উত্তর উত্তর পশ্চিম দিক। সেই নিম্নচাপের কারণে উত্তরে হাওয়ার গতিপথ রুদ্ধ হচ্ছিল। ফলে শিরশিরে হাওয়ার প্রভাব কিছুটা হলেও কমে গিয়েছিল। কিন্তু আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, শীত দোরগোড়ায়। আগামী ২-৩ দিনের মধ্যেই তাপমাত্রা নিম্নমুখী হবে। কারণ নিম্নচাপ সরে গিয়েছে।
শুক্রবার সকাল থেকেই তা টের পেল বাংলা। একদিনে পারদ নামল অনেকটাই। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। আকাশ মূলত পরিষ্কার থাকায় তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সেই তাপমাত্রাই আরও এক ডিগ্রি কমে যায়। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এই নভেম্বরে যে রকম ঠান্ডা পড়েছে, তা গত পাঁচ বছরে কলকাতায় পড়েনি। আবহাওয়াবিদরা আশাবাদী, চলতি মরসুমে জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে যা ওয়েদার সিস্টেম, তাতে আগামী দিনে কোনও পশ্চিমী ঝঞ্ঝার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে উত্তুরে হাওয়া অবাধ প্রবেশ করতে পারবে, ফলে আশা মতন ঠান্ডা অনুভূত হবে বলেই আশাবাদী আবহাওয়াবিদরা।