Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি নামছে এই জেলাগুলিতে, আপনার এলাকাও কি রয়েছে তালিকায়?

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 01, 2022 | 7:23 PM

Alipore Weather Office: আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Weather Update: কয়েক ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি নামছে এই জেলাগুলিতে, আপনার এলাকাও কি রয়েছে তালিকায়?
ছবি সৌজন্যে : PTI

Follow Us

কলকাতা : উত্তরবঙ্গের একাধিক জেলায় লাগাতার বৃষ্টির জেরে কার্যত জলমগ্ন অবস্থা হয়ে গিয়েছিল। দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও উত্তরের জেলাগুলির তুলনায় অনেকটাই কম। তবে এবার সেই পরিস্থিতির কিছুটা বদল হতে চলেছে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। এর পাশাপাশি বজ্র বিদ্যুতের সম্ভাবনাও আছে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর – এই জেলাগুলিতে দু’এক জায়গায় ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আগামী ৩ জুলাই এর প্রভাব কিছুটা কমে যাবে।

আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সৌরিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এরপর আবার আগামী ৪ ও ৫ তারিখ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী পাঁচ দিন মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। এর মধ্যে উত্তরের উপরের দিকের পাঁচ জেলায় বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে। মূলত, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার – এই জেলাগুলিতে বৃষ্টি কিছুটা বেশি হবে।

উল্লেখ্য, আলিপুর আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামী কয়েক ঘণ্টার মধ্যে হাওড়া ও হুগলি জেলার বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি নামতে পারে। পাশাপাশি বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতেও শুক্রবার সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বজ্রপাতের সময়ে কোনওরকম অঘটন এড়াতে জেলাবাসীদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিগত কিছুদিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। একাধিক জায়গা জলমগ্ন হয়ে যাওয়ার চিত্র ধরা পড়েছে। উত্তরের নদীগুলির জলস্তরও বাড়তে শুরু করেছিল। কিন্তু দক্ষিণের জেলাগুলিতে সেই তুলনায় বৃষ্টি অনেকটাই কম হচ্ছিল। তবে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও পরিস্থিতি কিছুটা বদলাবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।

Next Article