Weather Update Today: কলকাতায় ১৭ ডিগ্রির উপরে পৌঁছল তাপমাত্রা, এ বছরের মতো ‘ইনিংস ওভার’ শীতের?
Today Weather Update: আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারও কলকাতার পারদ ১৭ ডিগ্রির উপরে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। শুধু কলকাতা নয়, শীত উধাও জেলাগুলিতেও।
কলকাতা: বছর-শেষে ‘শীতঘুমে’ শীত। ঠান্ডার লেশ মাত্র নেই। ডিসেম্বরের শুরুরদিকে ঠান্ডা কাঁপিয়ে দিয়েছিল ঠিকই। তবে সে সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ২৫ ডিসেম্বরও উষ্ণ বড়দিন কাটিয়েছে রাজ্যবাসী। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ৫ জানুয়ারি পর্যন্ত আপাতত শীতের আমেজ থাকছে না বঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবারও কলকাতার পারদ ১৭ ডিগ্রির উপরে। আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। শুধু কলকাতা নয়, শীত উধাও জেলাগুলিতেও। বর্ষশেষের দিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নামতে পারে বলে খবর। যদিও নতুন বছরের শুরুতেও জাঁকিয়ে শীতের আশা আর আপাতত নেই।
শুধু তাই নয়, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জানুয়ারির শুরুতে ফের মেঘ ঢুকবে বঙ্গের আকাশে। তার জেরে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কি বছর শুরুই হবে বৃষ্টি ভিজে? সেই গতিবিধির দিকেই আপাতত নজর থাকছে হাওয়া অফিসের। অধিকর্তা ডাঃ গণেশ কুমার দাস জানিয়েছেন, এ বছর ডিসেম্বরের শেষ কয়েক দিন একই রকম থাকবে আবহাওয়া। তাপমাত্রা স্বাভাবিকের থেকে নীচে নামার সম্ভাবনা নেই আগামী চার-পাঁচ দিনে। বাংলাদেশের উপর অবস্থার করা ঘূর্ণাবর্তের জন্যই এ বছরের শেষে শীতের ঝোড়ো ইনিংস থেকে বঞ্চিত থাকবে পশ্চিমবঙ্গবাসী। এই ঘুর্ণাবর্তের প্রভাব বাংলা-সহ গোটা পূর্ব ভারতেই পড়বে বলে জানিয়েছেন তিনি।