Weather Update: পরিস্থিতি আরও খারাপের দিকে! বন্যা পরিস্থিতির মধ্যেই ফের আবহাওয়ার বড় পূর্বাভাস

Kaamalesh Chowdhury | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 21, 2024 | 3:25 PM

Weather Update: নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার বাইরেও। বেশি বৃষ্টি হবে অন্ধ্র-ওডিশায়। সোমবার রাজস্থান থেকে বর্ষা-বিদায় নিতে শুরু করবে বলে ইঙ্গিত মিলেছে। যদিও বাংলা থেকে বর্ষা বিদায়ে এখনও অনেক দেরী।

Weather Update: পরিস্থিতি আরও খারাপের দিকে! বন্যা পরিস্থিতির মধ্যেই ফের আবহাওয়ার বড় পূর্বাভাস

Follow Us

কলকাতা: কয়েকদিন আগেই বৃষ্টি ভাসিয়ে দিয়েছে দক্ষিণবঙ্গকে। এবার আবহাওয়া আরও খারাপ হওয়ার আশঙ্কা। বঙ্গোপসাগরে একটি নয়, তৈরি হয়েছে দু’টি ঘূর্ণাবর্ত। জোড়া ঘূর্ণাবর্ত মিলে সোমবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দফতরের তরফে এ ব্যাপারে সতর্ক করা হয়েছে।

সপ্তাহান্তে শুকনো আবহাওয়া থাকলেও আগামী বুধবার থেকে শুরু হবে বৃষ্টি। প্রথমেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনাতেও। বাদ পড়বে না উত্তরবঙ্গ। ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পংয়ে।

নিম্নচাপের প্রভাব পড়বে বাংলার বাইরেও। বেশি বৃষ্টি হবে অন্ধ্র-ওডিশায়। সোমবার রাজস্থান থেকে বর্ষা-বিদায় নিতে শুরু করবে বলে ইঙ্গিত মিলেছে। যদিও বাংলা থেকে বর্ষা বিদায়ে এখনও অনেক দেরী।

গত সপ্তাহেও প্রবল বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। ফলে তাপমাত্রাও কিছুটা কম ছিল। বাংলার মাথার উপর থেকে নিম্নচাপ সরেছে সদ্য। সরে গিয়েছে মধ্যপ্রদেশে। তবে তারপরও বিপদ কিন্তু কমেনি। এদিকে বন্যা পরিস্থিতির মধ্যে আরও বৃষ্টি হলে বিপদ বাড়তে পারে। পুজোর আগে ডিভিসির জলে বিপদে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া। ইতিমধ্যেই বন্যা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসনও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন। ত্রান দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে।

Next Article