কলকাতা: বড়দিন সকাল। বেলা বাড়লেও ঘন কুয়াশা চাদরে ঢাকা মহানগরী। চারিদিকে এক প্রকার ধোঁয়াশা। কিচ্ছুটি দেখা যাচ্ছে না বললেই চলে। তবে শুধু কলকাতা নয়, জেলাগুলিরও অবস্থা একই রকম। হাওড়া, হুগলি, মেদিনীপুর প্রায় প্রতিটি জায়গায় একই ছবি। রোদ উঠলেও দৃশ্যমানতা কম থাকায় রাজ্য সড়কগুলিতে ধীর গতিতে চলছে যান চলাচল।
তবে যতই কুয়াশা থাকুক শীতের আমেজ আর বেশিদিন উপভোগ করতে পারবে না রাজ্যবাসী। অন্তত তেমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আর এত চট জলদি শীত গায়েব হওয়ার পিছনে দায়ি বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ।
হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। যার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে এই রাজ্যে। সেই কারণে বেড়েছে তাপমাত্রার পারদ। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। জেলাগুলোর ক্ষেত্রেও তাপমাত্রা বাড়বে। আগামী কয়েক দিন তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকবে বলেই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
কলকাতা-সহ পুরো রাজ্যে সোমবার, মঙ্গলবার তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। সোমবার মুর্শিদাবাদ ও বীরভূমে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার।
আগামী ৩ থেকে ৪ দিন সারা রাজ্যজুড়েই কুয়াশার দাপট থাকবে। মূলত, বঙ্গোপসাগরের উপর যে উচ্চচাপ বলয় তৈরি হয়েছে, তার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে।
তবে বুধবার থেকে তাপমাত্রা আবার নিম্নমুখী হবে। বছর শেষে ২৯ ও ৩০ ডিসেম্বর তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসবে কলকাতায়। গোটা রাজ্যেরই তাপমাত্রা নামবে বছর শেষে। উত্তরবঙ্গেও তাপমাত্রা ২৯ ডিসেম্বর থেকে কমতে শুরু করবে।