কলকাতা: সকাল থেকেই সূর্যের তেমন মুখ দেখা যায়নি। রৌদ্রজ্জ্বল আকাশ সেভাবে আজ দেখেনি শহরবাসী। কনকনে ঠান্ডা বাতাসে টেকা দায়। তবে হাওয়া অফিস বলছে, শীতল হাওয়া বইলেও তাপমাত্রা কিছুটা বেড়েছে। কিন্তু এই রকমই শীতল আবহাওয়া বজায় থাকবে দুই বঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস (Alipur weather update) সূত্রে খবর, আগামী ১৮, ১৯,২০, ২১ এই কদিন আপাতত ঠান্ডা বজায় থাকবে দুই বঙ্গেই। তবে ২০ তারিখ তাপমাত্রা একটু বেশি কমবে। ফের ২২ তারিখ থেকে তাপমাত্রা বাড়তে শুরু করবে। অপরদিকে, দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার উপকূলের এলাকাগুলিতে আজ রাত থেকে কাল দুপুর পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের আকাশ আগামিকাল পর্যন্ত মেঘলা থাকবে। পরশু থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিংপং-এ আগামী দু-তিন দিন হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি জেলার কোনও জায়গায় বৃষ্টির পূর্বাভাস নেই। তবে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী ৪৮ ঘণ্টা উত্তরবঙ্গে ঘন কুয়াশার সর্তকতা জারি থাকবে। জানা গিয়েছে, একটি বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরের উপর। সেখান থেকেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গে। তার ফলেই এই পরিস্থিতি। উত্তরবঙ্গের ক্ষেত্রে ২২ তারিখের পরেও শীত বজায় থাকবে। কলকাতার ক্ষেত্রে ২২ তারিখের পর থেকে তাপমাত্রা বাড়বে।