West Bengal Weather Forecast: একটা সরতেই না সরতেই আরও এক নিম্নচাপের জন্ম, কতটা ভয় বাংলার?
West Bengal, Kolkata Weather Tomorrow: পশ্চিমবঙ্গের আবহাওয়া: ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। এদিন রাতের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

কলকাতা: একটা সরতে না সরতেই আরও এক নিম্নচাপের জন্ম। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হলেও তা ক্রমশ মধ্য বঙ্গোপসাগরের দিকে ঝুঁকে রয়েছে। আবহাওয়া দফতর বলছে এর প্রভাব আপাতত ওড়িশার উপর বেশি থাকবে। তবে উপকূলবর্তী এলাকা থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা।
তবে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গিয়েছে। এদিন রাতের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ারও দেখা যেতে পারে। বুধবারেও মোটের উপর একই ছবি দেখা যেতে পারে।
বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের কমবেশি সব জেলাই বৃষ্টির পূর্বাভাস থাকছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। শুক্রবারে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি এদিন উত্তরবঙ্গের চার জেলাতে তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। তালিকায় রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর। বুধবার থেকে শুক্রবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। তবে অতিভারী বৃষ্টির কোনও পূর্বাভাসই দুই বঙ্গে নেই। তবে মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকার ফলে বর্ষার যে বৃষ্টি তা চলতেই থাকবে। এমনটাই বলছে আবহাওয়া দফতর।
