West Bengal Weather Forecast: কতদিন বাংলায় চলবে মন্থার প্রভাব? কী বলছে হাওয়া অফিস?
West Bengal, Kolkata Weather Tomorrow: ইতিমধ্যেই আবহাওয়াবিদদের একাংশ পরামর্শ দিয়েছেন, যাতে মৎস্যজীবীরা এখন সমুদ্রে না যান। অন্তত ৩০ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। এর পাশাপাশি,পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা রয়েছে। সেখানে অনবরত চলছে ভারী বৃষ্টি। যার জেরে কমতে পারে পাহাড়ের দৃশ্যমানতা। অসমের ফসলের ক্ষতি হতে পারে।

কলকাতা: শক্তি হারাল ঘূর্ণিঝড় মন্থা। বর্তমানে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে সে। শেষ পাওয়া খবর অনুযায়ী, উত্তর অন্ধ্রপ্রদেশ সংলগ্ন তেলঙ্গানাতে অবস্থান তার। এরপর এটি ভদ্রচলম থেকে পূর্ব ও দক্ষিণে হবে এর কেন্দ্রবিন্দু। এটি এখনো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। বুধবার সন্ধের মধ্যেই এটি আরও দুর্বল হবে। এর অভিমুখ দক্ষিণ ছত্রিশগড়।
ইতিমধ্যেই আবহাওয়াবিদদের একাংশ পরামর্শ দিয়েছেন, যাতে মৎস্যজীবীরা এখন সমুদ্রে না যান। অন্তত ৩০ শে অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের। এর পাশাপাশি,পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা রয়েছে। সেখানে অনবরত চলছে ভারী বৃষ্টি। যার জেরে কমতে পারে পাহাড়ের দৃশ্যমানতা। অসমের ফসলের ক্ষতি হতে পারে। কৃষকদের পরামর্শ মাঠে পাকা ফসল থাকলে তা কেটে তুলে নেওয়ার জন্য বিশেষ করে দক্ষিণবঙ্গের চাষিদের। একই সঙ্গে নীচু এলাকায় জল জমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শহরের আন্ডারপাস সহ নিচু এলাকায় জল জমতে পারে।
দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলের জেলা দিয়ে শুরু হয়ে উত্তরবঙ্গ লাগোয়া জেলা পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান,বীরভূম, মুর্শিদাবাদ জেলায়।
৩১ শে অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
অপরদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ৩১ শে অক্টোবর শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার,কোচবিহার, জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা। ওইদিন ভারী বৃষ্টি হবে মালদহ এবং উত্তর দিনাজপুরেও।
আর ৩০ শে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং,কালিম্পং,জলপাইগুড়িতে। ২৯ থেকে ৩১ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে।
