West Bengal Weather: আর বৃষ্টি হবে না? আবহাওয়া দফতর কিন্তু বলছে মঙ্গলবার থেকেই ঘুরে যাবে খেলা
West Bengal, Kolkata Weather Report: মঙ্গলবার থেকেই ঘুরে যাবে খেলা। মঙ্গলবার বজবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

কলকাতা: নিম্নচাপের পূর্বাভাসও নেই। অন্যদিকে বৃষ্টির খবরও খুব একটা পাওয়া যাচ্ছে না। খুব একটা সক্রিয় নেই মৌসুমী অক্ষরেখা। তাহলে কি আর বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে? আবহাওয়া দফতর অন্তত তেমনটা মনে করছে না। মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগরে রয়েছে। আর বিশদে বললে মৌসুমী অক্ষরেখা রাজস্থানের বিকানির আজমির, গুনাহ, দামোহ, দুর্গ, চাঁদবালি হয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে গিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। হাওয়া অফিসের কর্তারা মনে করছেন আগামী সপ্তাহের শুরুতে বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। এখন খুব বেশি বৃষ্টি না হলেও আগামী সপ্তাহের মাঝামাঝি মানে ওই মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বেশ খানিকটা বেড়ে যাবে।
বৃষ্টি আর হবে না?
তবে বিক্ষিপ্তভাবে যে একদমই বৃষ্টি হবে না এমনটা নয়। এদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বেশ কয়েকটি জেলায়। বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসও বইতে পারে। তবে তুলনামূলকভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে। সোমবারও মোটের উপর একই ছবি দেখা যাবে।
কেমন আছে কলকাতা?
এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে ৭০ থেকে ৯৪ শতাংশের মধ্যে। বৃষ্টি হয়েছে ৬.৮ মিলিমিটার।
মঙ্গলবার থেকেই ঘুরে যাবে খেলা
মঙ্গলবার থেকেই ঘুরে যাবে খেলা। মঙ্গলবার বজবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। বৃষ্টি হতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে। বুধবারেও দক্ষিণবঙ্গে কমবেশি প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। তুলনামূলভাবে বেশি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা। আবার বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গেও। এদিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে উত্তরবঙ্গের উপরের দিকের ৫ জেলাতে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তরেও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলে মঙ্গলবার থেকে পের বৃষ্টি বাড়বে।
