Weather latest update: সারাদিন বৃষ্টি আর বৃষ্টি! এরই মধ্যে একটা অন্য খবর দিল হাওয়া অফিস
West Bengal, Kolkata Weather Report: একের পর এক নিম্নচাপের জন্ম হয়েছে বঙ্গোপসাগরে। সম্প্রতি আরও একটি নিম্নচাপের জন্ম হয়েছে। সেটি ধীরে-ধীরে ছত্তিশগঢ়ের দিকে এগিয়ে গিয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হঠাৎ মুষলধারে বৃষ্টি হবে। পরবর্তীতে তা আবার কমে যাবে।

কলকাতা: এই বছর সেপ্টেম্বরে পড়েছে পুজো। আর এই গোটা মাস জুড়ে যে বৃষ্টি হবে সে কথা আগেই জানিয়েছিল মৌসম ভবন। একই কথা বলেছিল আলিপুর আবহাওয়া অফিস। এমনকী মহালয়ার দিন যে ভারী বৃষ্টি হতে পারে সে বিষয়টা উড়িয়ে দিচ্ছে না। তবে এর মধ্যেও খানিকটা স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া অফিস। আজ-কাল পরশু বৃষ্টি হবে বলেছে তারা।
একের পর এক নিম্নচাপের জন্ম হয়েছে বঙ্গোপসাগরে। সম্প্রতি আরও একটি নিম্নচাপের জন্ম হয়েছে। সেটি ধীরে-ধীরে ছত্তিশগঢ়ের দিকে এগিয়ে গিয়েছে। যার জেরে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হঠাৎ মুষলধারে বৃষ্টি হবে। পরবর্তীতে তা আবার কমে যাবে।
তবে দিন তিনেক পর ফের উত্তরবঙ্গে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ৭ সেপ্টেম্বর হবে-জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ৮ সেপ্টেম্বর বৃষ্টি হবে- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার। আর ৯ সেপ্টেম্বপ বৃষ্টি হবে- জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে।
শেষ পাওয়া খবর অনুযায়ী (সকাল ৯টা) আগামী দু থেকে তিন ঘণ্টার মধ্যে মালদহ, দক্ষিণ দিনাজপুর, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ারে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুতের সঙ্গে বইবে দমকা বাতাস। বাতাসের গতি প্রায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে বলে খবর।
কমলেশ চৌধুরী ও সৌভিক সরকারের রিপোর্ট
