DYFI on Anis Khan: আনিসের মৃত্যু-তদন্ত সিবিআইকে দিয়েই করাতে হবে, এবার সই সংগ্রহে নামছে ডিওয়াইএফআই

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jul 12, 2022 | 12:06 PM

Anis Khan: ডিওয়াইএফআই বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে এই ঘটনায়। 'কেন পুলিশ সেদিন অত রাতে কোনও অভিযোগ ছাড়াই আনিসের বাড়িতে গিয়েছিল? যে পুলিশ খুন করল, সেই পুলিশের নেতৃত্বেই শেষ পর্যন্ত সিট গঠন করে দোষীদের কেন আড়াল করা হচ্ছে?'।

DYFI on Anis Khan: আনিসের মৃত্যু-তদন্ত সিবিআইকে দিয়েই করাতে হবে, এবার সই সংগ্রহে নামছে ডিওয়াইএফআই
বামনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়।

Follow Us

কলকাতা: আনিস খানের (Anis Khan) মৃত্যুর তদন্ত সিবিআইকে (CBI) দিয়ে করানোর দাবিতে অনড় বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চায় তারা। প্রথম থেকেই এই ইস্যু নিয়ে ময়দানে বাম ছাত্র-যুবরা। আনিস-মৃত্যুর প্রতিবাদে নেমে গ্রেফতার হয়েছিলেন ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। সোমবার সিটের (SIT) প্রথম চার্জশিট জমা দেওয়ার পর আরও একবার আন্দোলনের ডাক দিলেন তাঁরা। আনিসের পরিবার যাতে বিচার পায় সেই দাবি নিয়ে এবার রাজ্যজুড়ে বিক্ষোভ ও সই সংগ্রহ অভিযানে নামছেন মীনাক্ষীরা। তাঁদের দাবি, আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হোক। তাঁদের বক্তব্য, পুলিশ আনিসের মৃত্যুর জন্য দায়ী। দোষীদের শাস্তি দিতে হবে।

সোমবারই উলুবেড়িয়া আদালতে আনিস খানের মৃত্যু মামলায় চার্জশিট পেশ করে সিট। চার্জশিটে উল্লেখ করা হয়, খুন নয়, দুর্ঘটনাবশত পড়ে গিয়েই মৃত্যু হয় আনিস খানের। চার্জশিটে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা এসএফএল (FSL) ও সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি বা সিএফএসএল (CFSL) যে রিপোর্ট পেশ করেছিল, তারও উল্লেখ করা হয়। চার্জশিটে নাম রয়েছে আমতা থানার তৎকালীন ওসির।

ডিওয়াইএফআই বেশ কয়েকটি প্রশ্ন তুলেছে এই ঘটনায়। ‘কেন পুলিশ সেদিন অত রাতে কোনও অভিযোগ ছাড়াই আনিসের বাড়িতে গিয়েছিল? যে পুলিশ খুন করল, সেই পুলিশের নেতৃত্বেই শেষ পর্যন্ত সিট গঠন করে দোষীদের কেন আড়াল করা হচ্ছে?’। জানা গিয়েছে, চার্জশিটে উল্লেখ করা হয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি আনিসের বাড়িতে পুলিশ গিয়েছিল মূলত সোশ্যাল মিডিয়ায় আনিসের করা একটি পোস্টের ভিত্তিতে।

হাওড়া গ্রামীণ জেলা পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং সেলের নজরে পড়েছিল সেটি। এরপরই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য একটি টিম যায় তাঁর বাড়ি। ডিওয়াইএফআইয়ের প্রশ্ন, আনিস মারা যাওয়ার পর পুলিশ কেন চলে গেল? কেনই বা আনিসের ডেডবডির খবর আনিসের বাবার কাছ থেকে পাওয়ার পরও পুলিশের ১৯ ঘণ্টা সময় লাগল দুর্ঘটনাস্থলে পৌঁছাতে? এই সমস্ত প্রশ্নকে সামনে রেখেই এবার পথে নামছে বাম যুব সংগঠন। চলবে সই অভিযানও।

Next Article