কলকাতা: নীতি আয়োগের বৈঠকে বক্তব্য শুরু করার পাঁচ মিনিটের মধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ। এবার সেই আঁচ পড়তে চলেছে বিধানসভাতেও। বিধানসভাতেও নীতি আয়োগের বৈঠক নিয়ে আলোচনার সম্ভাবনা। প্রশ্নোত্তর পর্ব শেষে এই নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর।
বিধানসভা সূত্রে জানা যাচ্ছে, প্রশ্নোত্তরপর্ব শেষ হওয়ার পর দৃষ্টি আকর্ষণী পর্ব বা উল্লেখ পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। রাজ্যের কোনও মন্ত্রী কিংবা তৃণমূলের কোনও বিধায়ক এই বিষয়টি উত্থাপন করতে পারেন। আজ, সোমবার বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা। সেক্ষেত্রে রাজনৈতিক মহল মনে করছে, দিল্লিতে নীতি আয়োগের বৈঠকের বিষয়ে মুখ খুলতে পারেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠকে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে। রাজ্য বিধানসভার পাশাপাশি, এর প্রতিবাদে সংসদের দু’কক্ষ উত্তপ্ত হতে পারে। মমতাকে হেনস্থা করার অভিযোগে প্রতিবাদ জানাবেন বলে খবর।
গভর্নিং কাউন্সিলের বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি দেশের স্বার্থে, রাজ্যের স্বার্থে একা এসেছি। বিরোধীরা কেউ আসেনি। বাজেটে আমাদের বঞ্চনা করেছে। বাংলার সব উন্নয়নের প্রকল্প বন্ধ। বিরোধী রাজ্যগুলোকে সুযোগ দেননা। এই বাজেটেও কিছু নেই, শুধু জিরো। আমি বাজেট নিয়ে শুধু এটুকুই বলেছি, তারপরই আমার মাইকটা স্টপ করে দিয়েছে। আমি বললাম, কেন বন্ধ করলেন, আমি বিরোধী হিসাবে একা উপস্থিত, আপনার খুশি হওয়ার কথা! আর আপনি আমার মাইক বন্ধ করে দিচ্ছেন। আপনাদের বঞ্চনা মানি না, আমি চললাম।”