Mamata Banerjee: শাহর সঙ্গে শুভেন্দুদের বাংলা নিয়ে কী ‘প্ল্যানিং’ হয়েছিল, বিধানসভা জানালেন মমতা

সৌরভ গুহ | Edited By: Soumya Saha

Jul 27, 2023 | 7:14 PM

Mamata Banerjee: বিজেপির রুদ্ধদ্বার বৈঠক নিয়ে আজ বিধানসভায় কার্যত বিস্ফোরক মমতা। বললেন, 'দিল্লি গিয়ে প্ল্যানিং করেছে। আমাদেরও তো সোর্স আছে। বৈঠকে ছিলেন (বিজেপির) রাজ্য সভাপতি।'

Mamata Banerjee: শাহর সঙ্গে শুভেন্দুদের বাংলা নিয়ে কী প্ল্যানিং হয়েছিল, বিধানসভা জানালেন মমতা
শুভেন্দু অধিকারী, মমতা বন্দ্যোপাধ্য়ায়
Image Credit source: টিভি নাইন বাংলা

Follow Us

কলকাতা: বিধানসভায় কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে দেখা করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজমদাররা। সেই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, সেই তথ্যও তৃণমূলের কাছে রয়েছে বলে দাবি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির রুদ্ধদ্বার বৈঠক নিয়ে আজ বিধানসভায় কার্যত বিস্ফোরক মমতা। বললেন, ‘দিল্লি গিয়ে প্ল্যানিং করেছে। আমাদেরও তো সোর্স আছে। বৈঠকে ছিলেন (বিজেপির) রাজ্য সভাপতি।’

দিল্লিতে বিজেপির বৈঠক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় যা বলেছেন তার সারমর্ম হল, তৃণমূলের ভোট ভাগ করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি। রাজ্যের ভোটারদের ভাগাভাগির বিষয় নিয়েও বিজেপির আলোচনা হয়েছে বলে দাবি মমতার। উল্লেখ্য, রাজ্যের শাসক দল তৃণমূল এই ধরনের আক্রমণ বিগত দিনগুলিতে বার বার অভিযোগ করে এসেছে। তা ছিল রাজনৈতিক সভা থেকে, মিছিল থেকে। তবে আজ বিধানসভায় মমতা যে মন্তব্য করলেন, তা তৃণমূল নেত্রী হিসেবে নয়, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেব। সেখানে প্রতিটি মন্তব্য কার্যবিবরণীতে রেকর্ড হচ্ছে। সেক্ষেত্রে আজ বিধানসভার অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রীর এই মন্তব্য স্বাভাবিকভাবেই যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, গতকাল দিল্লি থেকে কলকাতায় ফেরার পর শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করা হয়েছিল বৈঠকের বিষয়ে। তখনও তিনি স্পষ্ট করে কিছু বলেননি। বিরোধী দলনেতা বলেছিলেন, ‘কী আলোচনা হয়েছে, তা সংবাদমাধ্যমে বলার নয়। আপনারা বৈঠকের ছবিও পাননি, পাবেনও না। বৈঠকে যা হয়েছে, পশ্চিমবঙ্গের ভালর জন্যই হয়েছে। পশ্চিমবঙ্গকে পরিত্রাণ দেওয়ার জন্যই আমরা সবাই মিলে চেষ্টা করছি এবং পশ্চিমবঙ্গের মানুষ পরিত্রাণ পাবেন।’

Next Article