কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে প্ররোচনামূলক মন্তব্য করেছেন। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশকে বিদ্রোহে প্ররোচনা দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার এমনই অভিযোগ করে নির্বাচন কমিশনে (Election Commission) অভিযোগে জানাল রাজ্য বিজেপি (Bengal BJP)।
এদিন দিল্লির নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে বিজেপি নেতৃত্ব অভিযোগ করেন, বিভিন্ন সময়ে বক্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচনা দেওয়ার চেষ্টা করছেন মমতা। শীতলকুচির ঘটনায় মমতার মন্তব্যের প্রেক্ষিতে তাঁকে ২৪ ঘণ্টা ‘ব্যান’ করে কমিশন। সেই কথা উল্লেখ করে বিজেপি জানিয়েছে, কমিশনের সাবধানতা সত্ত্বেও আবারও প্ররোচনামূলক মন্তব্য করেছেন তৃণমূল নেত্রী। এই প্রেক্ষিতে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে উদ্ধৃত করে বিজেপির দাবি, নদিয়ার এক সভা থেকে মমতা কেন্দ্রীয় বাহিনীর উদ্দেশে বলেছেন, ‘বিজেপির কথায় চলবেন না। তারা আজ আছে কিন্তু আগামীকাল থাকবে না।’
বিজেপির অভিযোগ, এই মন্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় বাহিনীকে প্ররোচনা দিচ্ছেন তৃণমূল নেত্রী। সেই সঙ্গে নির্বাচনী বিধিভঙ্গ করছেন তিনি। তাছাড়া ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর পরিচালনার ভার থাকে নির্বাচন কমিশনের উপর। তাই এই প্ররোচনামূলক মন্তব্যের করার অভিযোগে মমতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানায় বিজেপি।
বিজেপি সূত্রে খবর, মমতার বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রস্তাবও দিয়েছে তারা। সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলা হয়েছে।
এদিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা তথাগত রায় বলেন, “কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশকে বিদ্রোহে প্ররোচনা দিচ্ছেন মমতা। একটি বিবৃতির মাধ্যমে উনি (পড়ুন মমতা বন্দ্যোপাধ্যায়) কেন্দ্রীয় বাহিনী প্ররোচনা দিচ্ছে। উনি বলেছেন, বিজেপিতে কাজ করবেন না। কেন্দ্রীয় বাহিনী বিজেপির কথায় কাজ করে চলে। এর মাধ্যমে আসলে উনি বলছেন, তোমরা তোমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শুনবে না।”
আরও পড়ুন: ‘প্ররোচনামূলক’ মন্তব্যের জের, সায়ন্তন ও সুজাতার প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
প্রসঙ্গত, এর আগে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচারে ২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তার প্রতিবাদে ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে ধরনায় বসেছিলেন তিনি। এদিকে এদিকে কমিশনে বিজেপির এই নালিশের প্রেক্ষিতে এখনও তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।