করোনা কড়চা: বেসরকারি হাসপাতালের পার্কিং স্পেস, লবিতেও করোনা চিকিৎসা!

শর্মিষ্ঠা চক্রবর্তী | Edited By: সোমনাথ মিত্র

Apr 20, 2021 | 11:40 AM

করোনা (West Bengal Corona Update) সংক্রমণের দাপটে শয্যা সঙ্কট রাজ্যের হাসপাতালগুলিতে। বিকল্প হিসাবে বেসরকারি হাসপাতালের লবি, পার্কিস স্পেস, বহির্বিভাগে শয্যার পরিকাঠামো গড়ার প্রস্তাব দিয়েছে রাজ্য।

করোনা কড়চা: বেসরকারি হাসপাতালের পার্কিং স্পেস, লবিতেও করোনা চিকিৎসা!
ফাইল ছবি

Follow Us

কলকাতা: করোনা (West Bengal Corona Update) সংক্রমণের দাপটে শয্যা সঙ্কট রাজ্যের হাসপাতালগুলিতে। বিকল্প হিসাবে বেসরকারি হাসপাতালের লবি, পার্কিস স্পেস, বহির্বিভাগে শয্যার পরিকাঠামো গড়ার প্রস্তাব দিয়েছে রাজ্য। স্যাটেলাইট সেন্টার নিয়ে আজ হোটেল মালিক, বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য।

সোমবারই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে সন্ধ্যা থেকে রাত ন’টা পর্যন্ত দীর্ঘ বৈঠক করেন। দৈনিক সংক্রমণের হার আট হাজারের গণ্ডি পেরিয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতর অনুমান করছে, আগামী এক সপ্তাহের মধ্যে এই সংক্রমণের হার কয়েক গুণ বেড়ে যাবে। তা ধরা ছোঁয়ার বাইরে।

সেক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলির প্রত্যেকটি কোণাকে ব্যবহার করতে চাইছে রাজ্য। সূত্রের খবর, রাজ্যের তরফে বেসরকারি হাসপাতালগুলিকে বলা হয়েছে, যাতে পার্কিং স্পেস, লবিগুলিতে করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করা যায়। বেসরকারি হাসপাতালগুলির ওপিডি, ভ্যাক্সিনেশন সেন্টারগুলিকে অন্যত্র স্থানান্তর করে, সেখানেও বেড দেওয়ার কথা ভাবা হচ্ছে। বেসরকারি হাসপাতালগুলিকে বেড সংখ্যা বাড়ানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হোটেলগুলিকে স্যাটেলাইট সেন্টার হিসাবে ব্যবহার করার কথা ভাবা হচ্ছে।

কিন্তু আরেকটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে চিকিৎসক, স্বাস্থ্য কর্মী। পর্যাপ্ত পরিমাণ চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরও প্রয়োজন। এই দুইয়ের মেলবন্ধন কীভাবে হয়, পরিকল্পনার বাস্তবায়ন কীভাবে সম্ভব, সেটাই এখন রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন: করোনা আবহে বাতিল হয়ে গেল আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ হাজার ৪২৬। সক্রিয় করোনা আক্রান্তর সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭৮০। ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৮ জন। এ পর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬ লক্ষ ৬৮ হাজার ৩৫৩। এ পর্যন্ত মোট প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৬০৬।

Next Article