কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আহত হওয়ার ঘটনায় নির্বাচন কমিশনের (Election Commission) সঙ্গে সংঘাতে তৃণমূল (TMC)। রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইনশৃঙ্খলাকে সরিয়ে দেওয়া নিয়ে কমিশনের বিরুদ্ধে তার সরব। যদিও অভিযোগ নস্যাত্ করে দিয়েছে কমিশন। নন্দীগ্রামের ঘটনায় চক্রান্তের অভিযোগে তৃণমূল জুড়েছে প্রধানমন্ত্রীর নামও।
একটা সময় নির্বাচন কমিশন ভরসাস্থল হয়ে উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তখন তিনি বিরোধী নেত্রী। সে সময় নির্বাচনের মরসুমে কমিশনে তত্কালীন শাসক দলে বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ করতেন মমতা। তা সে সিপিএম ক্যাডারদের বিরুদ্ধে রিগিংয়ের অভিযোগই হোক বা তাদের বিরুদ্ধে ভুয়ো ভোটারদের নাম তোলার অভিযোগ। কিন্তু মমতা বিরোধী থেকে শাসক হতেই পাল্টে গিয়েছে ছবিটা। গত কয়েক বছরে দফায় দফায় কমিশনকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূল নেত্রী। যার সাম্প্রতিকতম উদাহরণ নন্দীগ্রামের ঘটনা।
যদিও, তৃণমূলের অভিযোগ কড়া ভাষায় খারিজ করেছে কমিশন। তৃণমূলের চিঠির ভাষা নিয়ে আপত্তি জানিয়েছে নির্বাচন কমিশনের মন্তব্য, এমন চিঠির জবাব দেওয়াও অসম্মানের। আইনশৃঙ্খলা নিয়ে তৃণমূলের অভিযোগও মানেনি তারা। কমিশনের দাবি, ভেবেচিন্তেই সরানো হয়েছে পুলিশকর্তাদের।
এই তিরস্কারেও অবশ্য হাল ছাড়েনি তৃণমূল। শুক্রবার দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন দলের ৬ নেতা। তাঁর অভিযোগে জড়ানো হয়েছে প্রধানমন্ত্রীর নামও। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি তেলের দামবৃদ্ধির বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে স্কুটিতে বাড়ি থেকে নবান্ন যাতায়াত করেন মমতা। ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রী সেই স্কুটি চালানো নিয়ে প্রধানমন্ত্রী কটাক্ষ করেন। বলেন, নন্দীগ্রামে গিয়ে স্কুটি উল্টে গেলে তাঁর কিছু বলার থাকবে না। কমিশনে প্রধানমন্ত্রীর এই বক্তব্যও চক্রান্তের ইঙ্গিত হিসেবে তৃণমূল তুলে ধরেছে। যদিও বিজেপির বক্তব্য, প্রধানমন্ত্রীর কথা ভুল ব্যাখ্যা করা হচ্ছে।
আরও পড়ুন: জল্পনায় থাকলেও মাঠে নেই মিঠুন! শুভেন্দুর প্রচারে তাঁর অনুপস্থিতিতে উঠছে প্রশ্ন
নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কমিশন বিজেপির নির্দেশে চলছে। এর ফলেই সাত দফায় নির্বাচন হচ্ছে রাজ্যে। অনেকের মত, গোড়াতেই কমিশনে অনাস্থা প্রকাশ করে ফেলেছেন মমতা, তাঁর আহত হওয়ার পর সেই অনাস্থাই যে চরমে উঠবে, তা স্বাভাবিক।