কলকাতা: রাজ্যসভার সাংসদ পদে মনোনয়ন পেশ করে নবান্নে এসে বয়সে ছোট মমতা বন্দ্যোপাধ্যায়ের হাঁটু ছুঁয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। সে দিন তিনি বলেছিলেন, ছোটবোন মমতার দেওয়া এই সম্মান তিনি কোনওদিন ভুলবেন না। তার পর সময় গড়িয়েছে। তৃণমূল থেকে তিনি এখন বিজেপিতে। সম্পর্কও তাই বদলেছে। ছোটবোন হয়ে উঠেছেন তাঁর পিসি। অন্তত মিঠুনের টুইটার অভিষেকে প্রথম টুইট তাই বলছে।
তৃণমূল সাংসদ পদের মেয়াদ ফুরোতে তখনও দেড় বছর বাকি। সারদা চিট ফান্ড মামলায় তাঁর নাম জড়ানোর প্রেক্ষিতে ২০১৬ সালে হঠাৎই ইস্তফা দেন মিঠুন। বাড়তে থাকে তৃণমূলের সঙ্গে দূরত্ব। সেই মিঠুনই গত ৭ মার্চ নরেন্দ্র মোদীর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দাঁড়িয়ে বলেন, এই দিনটা তাঁর কাছে স্বপ্নের মতো। কারণ, তিনি নরেন্দ্র মোদীর সঙ্গে একই মঞ্চে রয়েছেন। সে দিনই শিলিগুড়িতে বক্তৃতা করতে উঠলেন মমতা (Mamata Banerjee)। প্রত্যাশামতোই তীব্র আক্রমণ শানিয়েছিলেন নরেন্দ্র মোদীকে। কিন্তু মিঠুন নিয়ে একটি শব্দও খরচ করেননি তিনি।
বাংলাকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলতে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন ‘মহাগুরু’। বিজেপি প্রার্থীদের সমর্থনে একের পর এক সভা করছেন। আবার বিজেপি নেতা মিঠুনের আত্মপ্রকাশ ঘটেছে টুইটারেও। ব্লু টিক দেওয়া ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে অভিনেতা মিঠুন নয়, দেখা যাচ্ছে পুরোদস্তুর গেরুয়া নেতা মিঠুনকে। সেই টুইটার হ্যান্ডেল থেকে তিনি প্রথম টুইটটি করেছেন গত ২০ মার্চ। তাতে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খড়গপুরের সভায় স্বাগত জানার শুভেচ্ছাবার্তা। আর দ্বিতীয় টুইটেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়ে মিঠুন লিখেছেন, “ভোটব্যাঙ্কের লোভে উন্নয়নকে হাতিয়ার করেছেন পিসি।” মিঠুন লিখেছেন, “দশ বছর আগে পরিবর্তনের নামে ক্ষমতায় এসে উন্নয়নে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার। সেখানে নির্বাচনের মুখে ভোটব্যাঙ্কের লোভে উন্নয়নকে হাতিয়ার করছেন পিসি।”
দশ বছর আগে পরিবর্তনের নামে ক্ষমতায় এসে উন্নয়নে ব্যর্থ হয়েছে তৃণমূল সরকার। সেখানে নির্বাচনের মুখে ভোটব্যাঙ্কের লোভে উন্নয়নকে হাতিয়ার করছেন পিসি। #BanglayAscheBJP
— Mithun Chakraborty (@mithunda_off) March 21, 2021
প্রসঙ্গত, ভোটমুখী বঙ্গে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণের প্রেক্ষিতে কেন্দ্রীয় বিজেপি নেতাদের মুখে বারবার উঠে এসেছে ‘পিসি’ শব্দ। তৃণমূল সাংসদ তথা দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মুখ্যমন্ত্রীর সম্পর্কসূত্রেই এই আক্রমণ। রাজনৈতিক ওয়াকিবহাল মহলের মতে, গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশে যেমন মায়াবতী ও অখিলেশ যাদবের জোটকে বুয়া-ভাতিজা বলে কটাক্ষ করেছিলেন বিজেপি নেতারা। সেভাবেই একুশের বাংলার মহারণে মমতা ও অভিষেককে ‘পিসি’ ও ‘ভাইপো’ বলে আক্রমণ করছেন তাঁরা। যা নিয়ে বারবার তীব্র প্রতিক্রিয়া দিতে শোনা গিয়েছে তৃণমূলকে। তবে অধুনা বিজেপি নেতা মিঠুনের সেই একই সম্বোধনে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা নজিরবিহীন।
আরও পড়ুন: ট্রাম্পের মতো স্বৈরাচারী মমতা! নির্ঘোষ দিলীপের
আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হল, এ পর্যন্ত বিজেপি নেতা মিঠুন বঙ্গ বিজেপির কোনও নেতাকে ফলো করেন না। টুইটারে শুধুমাত্র ৮ জনকে ফলো করেন তিনি। এঁদের মধ্যে রয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমনন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও উত্তর প্রদেশের রাজ্যসভার সাংসদ সঞ্জয় শেঠ। এছাড়া রয়েছে বিজেপি বেঙ্গল ও বিজেপির অফিশিয়াল পেজ।