অনুকরণ করে ইস্তাহার, বিজেপির সবই জুমলা, কটাক্ষ তৃণমূলের

সৈকত দাস |

Mar 21, 2021 | 8:20 PM

রবিবার বিজেপির নির্বাচনী ইস্তাহার (সংকল্পপত্র) প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), তারপরেই ধেয়ে এল তৃণমূলের কটাক্ষ

অনুকরণ করে ইস্তাহার, বিজেপির সবই জুমলা, কটাক্ষ তৃণমূলের
ফাইল চিত্র

Follow Us

কলকাতা: “সবই জুমলা, ইস্তাহারও তৃণমূলকে অনুকরণ করা হয়েছে।” বিজেপি (BJP)-র ইস্তাহার (Manifesto) প্রকাশের সঙ্গে সঙ্গে এভাবেই তাদের কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)।

রবিবার বিজেপির নির্বাচনী ইস্তাহার (সংকল্পপত্র) প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রইজেডসিসিতে এই সংকল্পপত্র প্রকাশিত করে শাহ বলেন, এটা আমাদের সংকল্প। তাই আমরা ঘোষণাপত্র না বলে একে সংকল্পপত্র বলি। এটা শুধু ঘোষণা নয়, এটা প্রতিশ্রুতি। যদিও বিজেপির এই সংকল্পপত্রকে জুমলা বলে কটাক্ষ করেছে তৃণমূল। ইস্তাহার প্রকাশের অব্যবহিত পরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে সৌগতবাবু বলেন, বিজেপি শাসিত বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ কিংবা গুজরাতে মহিলা সুরক্ষার ব্যাপারে কী করেছে বিজেপি? এদিন বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে, বাংলায় তারা ক্ষমতায় এলে সরকারি বাসে বিনা খরচে মহিলারা যাতায়াতের সুবিধা পাবেন। যার প্রেক্ষিতে তৃণমূলের কটাক্ষ, একই সুবিধা কেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে মেলেনি?

রাজ্যজুড়ে অন্নপূর্ণা ক্যান্টিন চালুর কথা বলেছে বিজেপি। যেখানে ৫ টাকায় দিনে তিনবার খাবার মিলবে। তাছাড়া সংকল্পপত্রে জায়গা পেয়েছে ব্রাহ্মণ ভাতার প্রতিশ্রুতি। যা নিয়ে তৃণমূলের কটাোক্ষ, স্রেফ তাদের প্রকল্পগুলোকে টুকে দেওয়া হয়েছে। অন্নপূর্ণা ক্যান্টিন প্রকল্পকে তৃণমূলের অনুকরণ বলে সৌগতবাবুর একে হাস্যকর বলে কটাক্ষ করেন। তাঁর কথায়, “ম্যানিফেস্টো বড় করাই যায় কিন্তু বিজেপি তো এ রাজ্যে ক্ষমতায় আসছে না।” এই ইস্তাহারও বিজেপির একটা জুমলা বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: কল্যাণী পর্যন্ত মেট্রো থেকে শিক্ষার মাধ্যম বাংলা, বিজেপির সংকল্পপত্রে সেরা ১০ প্রতিশ্রুতি!

পাশাপাশি বাঙালি নেতারা উপস্থিত থাকতে থাকতে কেন অবাঙালি অমিত শাহকে দিয়ে ইস্তাহার প্রকাশ করতে হল তা নিয়েও গেরুয়া শিবিরকে বিঁধেছেন সৌগত রায়। এ নিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন আবার এই প্রসঙ্গে একটি টুইট করেন।

সেখানে তিনি লেখেন, “এক গুজরাট নিবাসীর ডান পাশে মধ্যপ্রদেশের বাসিন্দা দাঁড়িয়ে ইস্তাহার প্রকাশ করলেন এবং হিন্দি ভাষায় পুরো বক্তব্য দিয়ে সোনার বাংলা গড়ার ডাক দিলেন।” যুব তৃণমূলের সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়  টুইটে অমিত শাহদের টুরিস্ট গ্যাং বলে কটাক্ষ করে লেখেন ২৯৪ আসনে প্রার্থী না দিতে পারা দল এখন ইস্তাহার প্রকাশের মতো অনুষ্ঠান করতেও স্থানীয় নেতা পাচ্ছে না।

Next Article