Digha Jagannath Temple: কবে উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের? বিধানসভায় যা বললেন মন্ত্রী ফিরহাদ…

Pradipto Kanti Ghosh | Edited By: Soumya Saha

Aug 03, 2023 | 3:39 PM

Firhad Hakim: বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন, আগামী বছরেই উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। মোট ১৪৩ কোটি টাকা খরচ করে রাজ্য এই মন্দির নির্মাণ করছে বলেও জানান মন্ত্রী ফিরহাদ।

Digha Jagannath Temple: কবে উদ্বোধন দিঘার জগন্নাথ মন্দিরের? বিধানসভায় যা বললেন মন্ত্রী ফিরহাদ...
দিঘার জগন্নাথ মন্দিরের কাজ
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির (Digha Jagannath Temple)। জোরকদমে কাজ চলছে সেখানে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee) কিছুদিন আগে দিঘার জগন্নাথ মন্দির তৈরির কাজ দেখে এসেছেন। যত দ্রুত সম্ভব দিঘার জগন্নাথ মন্দির ভক্তদের জন্য খুলে দিতে চাইছে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভার অধিবেশন চলাকালীন প্রশ্নোত্তর পর্বে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানালেন, আগামী বছরেই উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। মোট ১৪৩ কোটি টাকা খরচ করে রাজ্য এই মন্দির নির্মাণ করছে বলেও জানান মন্ত্রী ফিরহাদ।

ভ্রমণপ্রিয় বাঙালির কাছে অন্যতম পছন্দের ডেস্টিনেশন দিঘা। সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে সৈকত নগরীতে। দিঘার মতো পুরীও বাঙালিদের কাছে একটি অন্যতম পছন্দের ট্রাভেল ডেস্টিনেশন। সমুদ্র সৈকতে ছুটি কাটানো তো অবশ্যই, সঙ্গে পুরীতে জগন্নাথ ধামেও তীর্থ করতে যান অনেকে। তবে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ ধামের আদলে দিঘাতেও একটি মন্দির তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন। এতে পর্যটকদের ভিড় দিঘায় আরও বাড়বে বলে আশায় বুক বাঁধছেন উপকূলবাসী। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সরেজমিনে দেখে এসেছেন মন্দির নির্মাণের কাজ। তারপর থেকে কাজে আরও বেশি গতি এসেছে।

পুরীর জগন্নাথ ধামের সঙ্গে দিঘার জগন্নাথ মন্দিরর বাহ্যিক গঠন হুবহু একই রকমের করা হচ্ছে। দু’টি মন্দিরেরই উচ্চতা হবে সমান। পুরীর মতো এখানেও থাকছে ভোগ ঘর, বসার ঘর। রথ রাখার জায়গাও করা হচ্ছে একইরকমভাবে। মন্দির নির্মাণের জন্য বাইরে থেকে পাথরও নিয়ে আসা হয়েছে। পুরীর মন্দিরের সঙ্গে দিঘার মন্দিরের ফারাক বলতে গেলে, পুরীতে মূর্তিগুলি নিম কাঠের, আর দিঘার জগন্নাথ মন্দিরের মূর্তিগুলি হবে মার্বেল পাথরের।

Next Article