Oath Taking Ceremony: সায়ন্তিকাদের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি স্পিকারের, চিঠি দিচ্ছেন রাজ্যপালকেও

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jun 27, 2024 | 7:40 PM

TMC MLA: বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথপাঠ পর্ব ঘিরে গত কয়েকদিন ধরে টানাপোড়েন অব্যাহত। রাজভবনে শপথ পড়ানোর প্রস্তাব দিয়ে চিঠি এসেছে বিধানসভায়। তবে কে শপথ পড়াবেন তার কোনও উল্লেখ নেই।

Oath Taking Ceremony: সায়ন্তিকাদের শপথ নিয়ে রাষ্ট্রপতিকে চিঠি স্পিকারের, চিঠি দিচ্ছেন রাজ্যপালকেও
রেয়াত হোসেন ও সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ধরনায়।
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: নবনির্বাচিত দুই বিধায়কের শপথ নিয়ে জটিলতা কাটছে না। এই ঘটনায় রাষ্ট্রপতির হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। চিঠিতে স্পিকার লেখেন, রাষ্ট্রপতির কাছে অনুরোধ শপথের ক্ষেত্রে রাজ্যপালকে তিনি নির্দেশ দিন যেন স্পিকার বা ডেপুটি স্পিকারকে শপথবাক্য পড়ানোর জন্য অনুমতি দেওয়া হয়।

অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার মনে হয় রাষ্ট্রপতি ওনাকে সৎ বুদ্ধি দেবেন। এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল। আমি লোকসভার স্পিকারকে বলেছিলাম, যাঁরা জয়লাভ করে আসেন আপনি শপথ নেওয়ান নাকি রাষ্ট্রপতি? উনি বলেন, কেন এটা তো প্রথা যে স্পিকার শপথ পড়াবেন। আমি ওনাকে বলি, আমাদের এখানে সম্পূর্ণ অন্য একটা ঘটনা ঘটছে।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে চিঠি লিখেছেন, সেখানে সুপ্রিম কোর্টের বিভিন্ন রায়ের উল্লেখ রয়েছে। বিধানসভায় এসে রাজ্যপাল বা স্পিকার, ডেপুটি স্পিকার শপথ গ্রহণ করানোর জন্য রাজ্যপালকে নির্দেশ দিন রাষ্ট্রপতি। সাত পাতার চিঠি দিয়েছেন স্পিকার। একইসঙ্গে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়কেও ফোন করেন স্পিকার। তবে তিনি বৈঠকে ব্যস্ত থাকায় কথা হয়নি বলে জানা গিয়েছে।

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অফিস থেকে স্পিকারকে জানানো হয়েছে উপরাষ্ট্রপতি বৈঠকে ব্যস্ত রয়েছেন। বৈঠক থেকে বেরিয়ে কথা বলবেন ধনখড়। বিধানসভায় করানো হোক শপথ, তারও উল্লেখ রয়েছে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে।

বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেনের শপথপাঠ পর্ব ঘিরে গত কয়েকদিন ধরে টানাপোড়েন অব্যাহত। রাজভবনে শপথ পড়ানোর প্রস্তাব দিয়ে চিঠি এসেছে বিধানসভায়। তবে কে শপথ পড়াবেন তা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, রাষ্ট্রপতিকে চিঠি দেওয়ার পাশাপাশি  রাজ্যপালকে আবেদন করতে চলেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। জটিলতার মধ্যে না গিয়ে রাজ্যপালই যেন বিধানসভায় এসে দুই প্রার্থীকে শপথ গ্রহণ করান, সেই আবেদন করতে চলেছেন স্পিকার।

Next Article