West Bengal Assembly: আসন্ন বিধানসভা অধিবেশনে পড়বে দুর্নীতির ছায়া? পার্থর আসনে বসবেন কে?

West Bengal Assembly: রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দিতে পারে অধিবেশনে।

West Bengal Assembly: আসন্ন বিধানসভা অধিবেশনে পড়বে দুর্নীতির ছায়া? পার্থর আসনে বসবেন কে?
বিধানসভা অধিবেশন কক্ষ (ফাইল ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2022 | 5:15 PM

কলকাতা : শাসক-বিরোধী তরজায় বর্তমানে উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে দুর্নীতি ইস্যুতে শাসক দলকে কোনঠাসা করতে মরিয়া বিজেপি। পার্থ-অনুব্রতর উদারহণ টেনে সাধারণ মানুষকে শাসক দলের বিরুদ্ধে বার্তা দিতে তৎপর বিরোধী দলগুলি আর শাসক দলের দাবি, আদতে রাজনৈতিক কারণেই ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থাগুলিকে। এই আবহে বিধানসভা অধিবেশনেও যে সেই তরজার ছায়া পড়বে, তা অনুমানযোগ্য। পুজোর মুখেই বসতে চলেছে বিধানসভার অধিবেশন। আগামী ১৪ সেপ্টেম্বর শুরু হওয়ার কথা সেই অভিবেশন। চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

সাম্প্রতিক পরিস্থিতিতে রাস্তাঘাটে, মুখে মুখে ঘুরছে দুর্নীতি কথা। নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার মামলায় নেতা-মন্ত্রীদের কতটা হাত রয়েছে, তা নিয়েই আলোচনা চলছে বঙ্গ রাজনীতিতে। সেই ইস্যু আমজনতার চর্চার কেন্দ্রবিন্দু। বিধানসভাও এবার সেই দুর্নীতির আঁচেই তপ্ত হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব জমা দিতে পারে অধিবেশনে। অতীতেও এ ভাবে মুলতুবি প্রস্তাব জমা দেওয়ার নজির রয়েছে। তবে বিরোধীদের অভিযোগ, স্পিকার সেই প্রস্তাব পড়তে দিলেও আলোচনা করতে দেওয়া হয় না। আসন্ন অধিবেশনে যদি একই অভিযোগ ওঠে, তাহলে গণতান্ত্রিক উপায়ে বিজেপি তার প্রতিবাদ করতে পারে বলে সূত্রের খবর।

অন্যদিকে, তৃণমূলের একাংশ চাইছে কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগে নিন্দা প্রস্তাব আনা হোক বিধানসভায়। সে ব্যাপারে ভাবনা চিন্তা চলছে দলের অন্দরে। কিন্তু, সূত্রের খবর, আর এক অংশ বলছেন, এ ভাবে নিন্দা প্রস্তাব আনা হলে অনেকেই ভাবতে পারেন এজেন্সিকে ভয় পাচ্ছে তৃণমূল, তাই এই পদক্ষেপ। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন বলেই জানা গিয়েছে।

অন্যদিকে, এবারের অধিবেশনে কক্ষে তাঁর আসন হারাচ্ছেন প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এতদিন বসতেন মমতার পাশের আসনেই। এবার মমতার পাশের আসনগুলোতে থাকতে পারেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস বা শোভনদেব চট্টোপাধ্যায়। আগে ফিরহাদ, অরূপ আর শোভনদেবের জায়গা মুখ্যমন্ত্রীর আসন থেকে কিছুটা দূরে ছিল।