কলকাতা: জনসংযোগ বাড়াতে শনিবার সোনারপুরের ধোলাঘাটে ‘দিদির দূত’ (Didir Doot) প্রকল্পের উদ্বোধন করিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অ্যাপের মাধ্যমে সরাসরি সরকারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন সাধারণ মানুষ। অ্যাপ চালু হওয়ার মাত্র আটদিনের মধ্যেই ২ লক্ষ দরখাস্ত জমা পড়ল ‘দিদির দূত’-এ (Didir Doot)।
‘দিদির দূত’ (Didir Doot) অ্যাপের মাধ্যমে সরাসরি তৃণমূল সুপ্রিমোর সভা দেখতে পারবেন সাধারণ মানুষ। ভিডিয়ো কন্ফারেন্সিং ও লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেকোনো আলোচনা সভায় উপস্থিতও থাকা যাবে। জানানো যাবে নিজের মন্তব্যও। পাশাপাশি, ‘দিদিকে’ চিঠি লেখার ব্যবস্থাও রয়েছে এই অ্যাপে। রাজ্যের যেকোনও নতুন খবর, ভিডিয়ো, ছবি, প্রকল্প, সব কিছুর খোঁজ পাওয়া যাবে এই অ্যাপে।
মোবাইল অ্যাপটি ছাড়াও থাকছে ‘দিদির দূত’ নামের ট্যাবলোও। এই ট্যাবলো ব্যবহার করে তৃণমূল নেত্রীবৃন্দ পৌঁছে যাবেন আম জনতার ঘরে ঘরে। তাঁরা দিদির বার্তাবাহক হিসেবে কাজ করবেন। উল্লেখ্য, প্লে স্টোরের পাশাপাশি ‘দিদির দূত’ (Didir Doot) গাড়ির গায়ে থাকা QR কোড স্ক্যান করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন প্রত্যেকে।
আরও পড়ুন: পুলিশকে মেরুদণ্ড ‘উপহার’ বাম ছাত্র-যুবদের, কাল থেকে আরও ‘আক্রমণাত্মক’ আন্দোলন
সম্প্রতি একুশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। একদিকে বাংলাকে ‘আত্মনির্ভর’ করতে তৎপর বিজেপি যখন জনসংযোগ বাড়াতে শুরু করেছে পরিবর্তন যাত্রা, তখন তারই পাল্টা শাসকদলের এই ‘দিদির দূত’ কর্মসূচি।
‘দিদির দূতের’ (Didir Doot) প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছেন তৃণমূল নেতা-নেত্রীরা। অভিনেত্রী সাংসদ নুসরত জাহান থেকে শুরু করে তৃণমূল যুব কংগ্রেসের উপ সভাপতি অভিনেতা সোহম চক্রবর্তী, নারী ও শিশু সুরক্ষা মন্ত্রী শশী পাঁজা সহ একাধিক নেতৃবৃন্দ নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করেছেন দিদির দূত সংক্রান্ত সমস্ত তথ্য।
Didir Doot – a unique mobile application designed for the people of West Bengal to get one step closer in connecting with Hon'ble @MamataOfficial!
Click https://t.co/eMAGmPpqhU to download the app NOW and stay updated with Didi's initiatives. #AmiDidirDoot pic.twitter.com/W6GqXFlSqK
— Soham Chakraborty (@myslf_soham) February 16, 2021
You can now directly connect with #Didi via live streaming & video conferences. You can also stay updated with #Didi’s initiatives and progress in the state through news feeds!
All you need to do is download the Didir Doot app by clicking: https://t.co/un95jHzSbx#AmiDidirDoot
— Dr. Shashi Panja (@DrShashiPanja) February 16, 2021
Want to stay connected with #Didi? Want to become messengers of #Didi's vision for West Bengal?
You are one step closer! Download the 'Didir Doot' app from Play Store TODAY. Click: https://t.co/B8XQV6LdN8#AmiDidirDoot pic.twitter.com/pZDg3CT9gP
— Nusrat Jahan Ruhi (@nusratchirps) February 16, 2021