পুলিশকে মেরুদণ্ড ‘উপহার’ বাম ছাত্র-যুবদের, কাল থেকে আরও ‘আক্রমণাত্মক’ আন্দোলন

পুলিশের 'মেরুদণ্ড নেই' দাবি করে থার্মোকলের তৈরি একটি প্রতীকী মেরুদণ্ড 'উপহার' দিতে চেয়ে থানা ঘেরাও করে ছাত্র-যুবরা।

পুলিশকে মেরুদণ্ড 'উপহার' বাম ছাত্র-যুবদের, কাল থেকে আরও 'আক্রমণাত্মক' আন্দোলন
নিজস্ব চিত্র
Follow Us:
| Updated on: Feb 16, 2021 | 7:52 PM

কলকাতা: নবান্ন অভিযানে গিয়ে আঘাত পাওয়া মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে ‘আক্রমণাত্মক’ প্রতিবাদে নামার ডাক দিল বাম ছাত্র সংগঠনগুলি। সাংবাদিক বৈঠক করে এ দিন বামেদের দু’টি যুব শাখা জানায়, আগামীকাল বিকেল ৪টের সময় থানা ঘেরাও কর্মসূচি হবে। কাল ‘আক্রমণাত্মকভাবে’ ছাত্র যুবরা রাস্তায় নামবেন বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত, সিপিএম মইদুলের মৃত্যুর প্রতিবাদে আজ বিভিন্ন থানা ঘেরাও করার কর্মসূচি নিয়েছিল ডিওয়াইএফআই এবং এসএফআই। একাধিক এলাকায় এই নিয়ে উত্তেজনা ছড়ায়। তবে নেতাজি নগর থানায় দেখা গেল এক অন্যরকম দৃশ্য। পুলিশের ‘মেরুদণ্ড নেই’ দাবি করে থার্মোকলের তৈরি একটি প্রতীকী মেরুদণ্ড ‘উপহার’ দিতে চেয়ে থানা ঘেরাও করে ছাত্র-যুবরা। যদিও পুলিশ সেই ‘উপহার’ নিতে অস্বীকার করেছে বলে দাবি বিক্ষোভকারীদের।

রাজ্যের ছোট-বড় ঘটনা নিয়ে টুইট করা রাজ্যপাল জগদীপ ধনখড় কেন গোটা বিষয় নিয়ে কোনও উচ্চবাচ্য করলেন না, সাংবাদিক বৈঠতে সেই প্রশ্নও ছুড়ে দিয়েছে বামেদের দুই ছাত্র সংগঠন। একই সঙ্গে ফের একবার পুলিশের বিরুদ্ধে মইদুলকে খুনের অভিযোগ তোলা হয়েছে। প্রতিশোধ নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে সরকারের বিরুদ্ধে। তবে হিংসাত্মকভাবে নয়, সরকার সরিয়ে ও চাকরির দাবি পূরণ করে প্রতিশোধ নেওয়া হবে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: ‘বদল এবং বদলা, দুটোই হবে’, মইদুলের শেষকৃত্যে সুশান্তর হুঙ্কার

শুধু তাই নয়, শাসকদলের পক্ষ থেকে মইদুলের পরিবারের উপর চাপ তৈরি হচ্ছে বলেও এ দিন দাবি করা হয়। এমনকি, সেদিনের ঘটনায় পুলিশি ষড়যন্ত্রের অভিযোগও তোলা হয়েছে। এই প্রসঙ্গে বাম নেতা সায়নদীপ মিত্রর দাবি, “কোন পুলিশ কীভাবে মেরেছেন, তার সব ফুটেজ আছে। আইন আছে, আমরা ভরসা করি, সেখানে যাব। কাউকে ছাড়া হবে না। কোনও দোষী পুলিশ অফিসার ছাড় পাবেন না।”

আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের আদিগঙ্গায় নামার পিছনে রাজনীতি রয়েছে, দাবি শিক্ষামন্ত্রীর