TET পাশের প্রমাণ দেখাতে না পারলেই বাতিল হবে চাকরি, ৯৬ জন শিক্ষককে চিঠি পাঠাল পর্ষদ
Primary Teacher: টেট পরীক্ষায় পাশ না করেই প্রাথমিকে চাকরি করার যে অভিযোগ ৯৬ জন শিক্ষকের বিরুদ্ধে উঠে আসছে, এবার তাঁদের ডেকে পাঠাচ্ছে পর্ষদ। ডিপিএসসি মারফত ওই ৯৬ জন শিক্ষককে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁরা যে ২০১৪ সালের টেট পাশ করেছেন, সেই সংক্রান্ত প্রামাণ্য নথি পেশ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

কলকাতা: সিবিআইয়ের তরফে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আরও বিস্ফোরক দাবি করা হয়েছে। সিবিআই ৯৬ জন শিক্ষকের একটি তালিকা তৈরি করেছে, যাঁরা নাকি ২০১৪ সালের টেটে পাশই করেননি। এদের মধ্যে আবার চারজন শুধু টাকার বিনিময়েই চাকরি পেয়ে গিয়েছেন বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসেও সেই প্রসঙ্গ ওঠে। তা দেখে বিস্মিত হয়ে গিয়েছেন বিচারপতিও।
টাকার বিনিময়ে কিংবা টেট পরীক্ষায় পাশ না করেই প্রাথমিকে চাকরি করার যে অভিযোগ ৯৬ জন শিক্ষকের বিরুদ্ধে উঠে আসছে, এবার তাঁদের ডেকে পাঠাচ্ছে পর্ষদ। ডিপিএসসি মারফত ওই ৯৬ জন শিক্ষককে চিঠি পাঠিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাঁরা যে ২০১৪ সালের টেট পাশ করেছেন, সেই সংক্রান্ত প্রামাণ্য নথি পেশ করার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে ২০১৪ সালের টেট পাশ করার যাবতীয় প্রমাণ্য নথি নিয়ে পর্ষদের অফিসারের সঙ্গে দেখা করতে নির্দেশ দেওয়া হয়েছে। টেট পাশ করার প্রমাণ জমা দিতে না পারলে চাকরি বাতিল হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে পর্ষদ। তবে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার যে অভিযোগ চার জনের বিরুদ্ধে উঠে এসেছে, তা যাচাই করার জন্য কোনও ‘ফ্রেমওয়ার্ক’ পর্ষদের নেই বলেই জানানো হয়েছে।
এর পাশাপাশি সিবিআই আরও একটি তালিকা বানিয়েছে ৪৬ জন শিক্ষকের, যাঁরা অপ্রশিক্ষিত বলে অভিযোগ করা হচ্ছে। সেই ৪৬ জন প্রাথমিক শিক্ষককেও ডিপিএসসি মারফত চিঠি পাঠিয়ে দিয়েছে পর্ষদ। নিজেদের প্রশিক্ষণের সার্টিফিকেট নিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরের মধ্যে দেখা করতে বলা হয়েছে।