West Bengal Budget: নির্বাচনের আগে রাজ্যে শেষ পূর্ণাঙ্গ বাজেট, কতটা জনমোহিনী হবে?

Deeksha Bhuiyan | Edited By: সঞ্জয় পাইকার

Jan 28, 2025 | 7:12 AM

West Bengal Budget: রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েক বাকি নেই। ফলে আগামী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না। পরের বছর ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে। তারপর নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে।

West Bengal Budget: নির্বাচনের আগে রাজ্যে শেষ পূর্ণাঙ্গ বাজেট, কতটা জনমোহিনী হবে?
ফাইল ফোটো
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা বাজবে। নির্বাচনের আগে বাংলায় শেষ পূর্ণাঙ্গ বাজেটের দিন ঘোষণা করল মমতার সরকার। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে বাজেট অধিবেশনের দিন ঠিক হয়। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাজেট অধিবেশন শুরু হবে আগামী ১০ ফেব্রুয়ারি। ১২ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন রাজ্যের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য বাজেট পেশ করবেন তিনি।

আগামী ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেটে কী ঘোষণা করেন, সেদিকে তাকিয়ে সবাই। আর কেন্দ্রীয় বাজেটের কয়েকদিন পরই রাজ্যে বাজেট অধিবেশন শুরু হবে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বাজেট অধিবেশন শুরু নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বছর দেড়েক বাকি নেই। ফলে আগামী বছর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে না। পরের বছর ফেব্রুয়ারিতে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হবে। তারপর নতুন সরকার গঠনের পর পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে। ফলে রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে বাজেটে জনমোহিনী কোনও ঘোষণা করা হবে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

এই খবরটিও পড়ুন

এদিকে, এদিন নবান্নে মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে পরিবহণ দফতরে অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত। সম্প্রতি মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন রাস্তায় বাস নেই বলে। সূত্রের খবর, বাস থাকলেও চালক এবং কন্ডাক্টরের সংখ্যা পর্যাপ্ত ছিল না। তাই মন্ত্রিসভার বৈঠকে ৮৭৮ জন অস্থায়ী কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।