Manik Bhattacharya: ‘আরডি ছোট সেভিংস, সেখানে ৫৫ লক্ষ টাকা?’ মানিক-মামলায় প্রশ্ন হাইকোর্টের

Shrabanti Saha | Edited By: সায়নী জোয়ারদার

May 11, 2023 | 9:44 PM

ED: এদিন মানিক ভট্টাচার্যের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, মানিক ভট্টাচার্যের বয়স ৬৭ বছর। বাইপাস সার্জারি হয়েছে তাঁর। এই মানিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১১ বছর বোর্ডের সভাপতি ছিলেন। এই সময়ের মাঝে কিছু অনৈতিক কাজ করেছেন। ইডি অন্তত ৫ বার ডেকেছে।"

Manik Bhattacharya: ‘আরডি ছোট সেভিংস, সেখানে ৫৫ লক্ষ টাকা?’ মানিক-মামলায় প্রশ্ন হাইকোর্টের
মানিক ভট্টাচার্য

Follow Us

কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) জামিন মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। নিয়োগ দুর্নীতি মামলায় ইডিকে নিম্ন আদালতে দ্রুত চার্জ গঠনের পরামর্শ দিল হাইকোর্ট। কীভাবে রেকারিং ডিপোজিট ফান্ডে ৫৫ লক্ষ টাকা, প্রশ্ন করে হাইকোর্ট। যদিও পাল্টা মানিকের আইনজীবী জানান, সম্পত্তির সবটাই চাকরি থেকে উপার্জিত। আগামী সোমবার ফের এই মামলার শুনানি রয়েছে। এদিন মানিক ভট্টাচার্যের আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, মানিক ভট্টাচার্যের বয়স ৬৭ বছর। বাইপাস সার্জারি হয়েছে তাঁর। এই মানিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ১১ বছর বোর্ডের সভাপতি ছিলেন। এই সময়ের মাঝে কিছু অনৈতিক কাজ করেছেন। ইডি অন্তত ৫ বার ডেকেছে। প্রতিবারই তাঁর মক্কেল হাজিরা দিয়েছেন। তারপরও ২০২২ সালের ১০ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়েছে।

মানিকের আইনজীবী এদিন আদালতে জানান, ২০০ দিনের বেশি সময় ধরে মানিক ভট্টাচার্য জেলে রয়েছেন। একইসঙ্গে দাবি করেন, তাপস ঘোষ চাকরি প্রতারণার ক্ষেত্রে কয়েক কোটি টাকা মানিককে দিয়েছেন বলে যে অভিযোগ, তা ভিত্তিহীন। এর কোনও প্রমাণ মেলেনি। এমনকী তাপস ঘোষের ডায়েরি থেকেও মানিকের নাম পাওয়া যায়নি।

এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘ইডি আপনার কাছ থেকে কী পেয়েছে? আরডি ছোট সেভিংস হিসাবে থাকে। সেখানে ৫৫ লক্ষ টাকা কীভাবে থাকতে পারে? তাহলে ১৫ বছর ধরে ৫০ হাজার টাকা দিতে হবে। ৫-৬ লক্ষ টাকা পর্যন্ত মানা যায়।’

মানিকের আইনজীবী এদিন বলেন, ব্যাঙ্ক ডিপোজিট, এফডি, দু’টি ফ্ল্যাট। ২.৫৮ কাঠা জমি। আরডিতে অবসরের পর কিছু টাকা গিয়েছে। স্ত্রীর সঙ্গে জয়েন্ট অ্যাকাউন্টে কিছু টাকা আছে। সবটাই চাকরি থেকে উপার্জিত। কিছু পৈতৃক সম্পত্তি ছাড়া অন্য কিছু থেকে আয় হয়নি।

Next Article