Mamata on Mahua: মহুয়াকে খুঁচিয়ে ভুল করল বিজেপি, সমঝে দিলেন মমতা
Mamata Banerjee: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই তিনি বলেন, "এদের প্ল্যান এখন মহুয়াকেও তাড়িয়ে দেওয়া। তাতে তো ও পপুলার হয়ে যাবে তিন মাসের জন্য। যেটা ভিতরে বলত, সেটা বাইরে বলবে। রোজ প্রেস করে বাইরে বলবে। হয়ে গেল! কী যায় আসে। মূর্খ না হলে কেউ এ জিনিস করে ইলেকশনের তিন মাস আগে?
কলকাতা: সামনেই লোকসভা নির্বাচন। তার আগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র প্রসঙ্গ তুলে বিজেপিকে বিঁধলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলীয় নেতা কর্মীদের নিয়ে সমাবেশ করেন মমতা। আর সেখানেই মহুয়া মৈত্রের পাশে দাঁড়ান দলনেত্রী। টাকার বিনিময়ে সংসদ অধিবেশনে প্রশ্নের মামলায় কার্যত এই প্রথমবার মহুয়াকে নিয়ে মুখ খোলেন মমতা। আর সেখানেই বলেন, বিজেপির পরিকল্পনা মহুয়ার সাংসদ পদ নষ্ট করার।
বিজেপিকে একহাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এদের এখন পরিকল্পনা মহুয়াকেও তাড়িয়ে দেওয়া। আরে তাতে তো ও-ই জনপ্রিয় হয়ে যাবে তিন মাসের জন্য। যেটা ভিতরে বলত, সেটা বাইরে বলবে। রোজ সাংবাদিক সম্মেলন করে বাইরে বলবে। হয়ে গেল! কী যায় আসে এসবে। মূর্খ না হলে কেউ ভোটের তিন মাস আগে এ জিনিস করে?
সম্প্রতি সংসদকক্ষে প্রশ্ন সংক্রান্ত বিষয়ে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তোলে বিজেপি। তাদের দাবি, মহুয়া সংসদে অর্থের বিনিময়ে প্রশ্ন করেছেন। আদানি-ইস্যুতে মোদী সরকারকে আক্রমণ করতে মহুয়া ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে ২ কোটি টাকা ও দামি উপহার নেন বলে অভিযোগ তোলে বিজেপি। এ নিয়ে জল গড়ায় লোকসভার এথিক্স কমিটি পর্যন্ত।
এর আগে মহুয়ার পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, বিজেপির একাধিক সাংসদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তবে সেসব শুনানি এথিক্স কমিটিতে হয় না। অভিষেকের বক্তব্য ছিল, “আদানিদের নিয়ে প্রশ্ন তুললে তাঁকে কীভাবে সাংসদ পদ থেকে সরানো যায়, সেই চেষ্টা চলে।” অভিষেকও মহুয়ায় ভরসা রেখে বলেছিলেন, নিজের লড়াই নিজে লড়ার ক্ষমতা আছে মহুয়ার। এবার মমতা বোঝালেন, মহুয়াকে খুঁচিয়ে কোথায় ভুল করেছে বিজেপি।