Nabanna Meeting: হাওড়া পুলিশে বড়সড় রদবদল, সরানো হল সৌম্য রায়কে, নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Jun 11, 2022 | 5:06 PM

Nabanna: শনিবারই মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক নবান্নে। সেখানে থাকছেন স্বরাষ্ট্রসচিব, এডিজি আইনশৃঙ্খলা।

Nabanna Meeting: হাওড়া পুলিশে বড়সড় রদবদল, সরানো হল সৌম্য রায়কে, নতুন কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠী
জরুরি বৈঠক নবান্নে। ফাইল চিত্র।

Follow Us

কলকাতা: রাজ্যে শান্তি বজায় রাখতে জরুরি বৈঠক নবান্নে। মুখ্যসচিবের নেতৃত্বে নবান্নে জরুরি বৈঠক ডাকা হয়েছে। দু’দিনে একটি সাংবাদিক বৈঠক, দু’টি টুইট করে সংহতি, সম্প্রীতি রক্ষার বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও অশান্তির অভিযোগ উঠছে। শনিবারই মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক নবান্নে। সেখানে থাকছেন স্বরাষ্ট্রসচিব, এডিজি আইনশৃঙ্খলা। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে এই বৈঠক শুরু হয়। এই মূহূর্তে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই বৈঠক। এরইমধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য বদল হয়েছে হাওড়া কমিশনারেটে। বদল করা হল হাওড়ার পুলিশ কমিশনার। বড়সড় রদবদল করল নবান্ন।

প্রবীণকুমার ত্রিপাঠীকে হাওড়া পুলিশ কমিশনারেটের কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে। স্বাতী ভঙ্গলিয়াকে হাওড়া গ্রামীণের পুলিশসুপার করা হয়েছে। প্রবীণকুমার ত্রিপাঠী এতদিন ছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিপি। অন্যদিকে এতদিন কমিশনারেটের সিপি ছিলেন সি সুধাকর। তাঁকে কলকাতা পুলিশের জয়েন্ট সিপি করা হয়েছে। অন্যদিকে এতদিন হাওড়া গ্রামীণের এসপি ছিলেন সৌম্য রায়। তাঁকে কলকাতা পুলিশের ডিসিপি সাউথ ওয়েস্ট করা হয়েছে। স্বাতী ভঙ্গলিয়া ছিলেন কলকাতা পুলিশের ডিসিপি সাউথ।