Jadavpur University: শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ার নিয়ে এবার প্রশ্ন তুলল যাদবপুর: সূত্র

Supriyo Guha | Edited By: Soumya Saha

Aug 26, 2023 | 3:00 PM

JU Student Death: এর আগে কমিশনের দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে জবাব পাঠিয়েছিল, সেই জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। কমিশন সূত্রে দাবি, পাল্টা যাদবপুর কর্তৃপক্ষই তাদের প্রশ্ন করেছে শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ার নিয়ে।

Jadavpur University: শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ার নিয়ে এবার প্রশ্ন তুলল যাদবপুর: সূত্র
যাদবপুরের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্য়ুর ঘটনায় এবার ফের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি পাঠাল রাজ্য শিশু সুরক্ষা কমিশন। এই নিয়ে তৃতীয়বার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নোটিস পাঠাল কমিশন। এর আগে কমিশনের দ্বিতীয় নোটিসের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে জবাব পাঠিয়েছিল, সেই জবাবে সন্তুষ্ট নয় শিশু সুরক্ষা কমিশন। সূত্র মারফত এমনই জানা যাচ্ছে। কমিশন সূত্রে দাবি, পাল্টা যাদবপুর কর্তৃপক্ষই তাদের প্রশ্ন করেছে শিশু সুরক্ষা কমিশনের এক্তিয়ার নিয়ে। বিশ্ববিদ্যালয়ের তরফে এমন জবাবে বিস্মিত কমিশন।

দ্বিতীয় নোটিসের জবাবে সন্তুষ্ট না হওয়ায় এবার তৃতীয় বার যাদবপুর কর্তৃপক্ষকে নোটিস পাঠিয়েছে কমিশন। সূত্রের খবর, ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়েছে এই চিঠিতে। উল্লেখ্য, যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউ অবশ্য এদিন জানালেন, তিনি ইতিপূর্বেই সিসিটিভি বসানোর কাগজপত্রে সই করে দিয়েছেন। আজ-কালের মধ্যেই সিসিটিভি বসানোর কাজ শুরু হয়ে যাবে বলে আশাবাদী উপাচার্য। তবে শিশু সুরক্ষা কমিশনের নতুন নোটিস প্রসঙ্গে উপাচার্যকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ল’ সেল আছে, রেজিস্ট্রার আছেন। তাঁরা খতিয়ে দেখছেন কোথায় কোথায় অসন্তোষ রয়েছে। সেই মতো তাঁরা জানাবেন।’

এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকেও প্রশ্ন করা হয়েছিল। তাঁর জবাব, ‘যা যা নোটিস পাঠানো হচ্ছে, আমি আইনি পরামর্শ নিয়ে সেগুলির উত্তর দিচ্ছি।’ তবে কমিশন যে বিশ্ববিদ্যালয়ের জবাবে সন্তুষ্ট নয়, এই বিষয়টি এখনও অজানা রেজিস্ট্রারের কাছে। প্রশ্ন করায় জানালেন, নোটিসে কী লেখা রয়েছে তা তিনি এখনও দেখেননি।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যু ঘিরে ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে ওই পড়ুয়ার মৃত্যু হল, তা তদন্ত করে দেখছে যাদবপুর থানার পুলিশ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করেছে। হস্টেলের তিন তলা থেকে পড়ে পড়ুয়ার মৃত্যু ভাবাচ্ছে রাজ্য শিশু সুরক্ষা কমিশনকেও।

Next Article