কলকাতা: রাজ্যজুড়ে ইডির (ED) তৎপরতা তুঙ্গে। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য জ্যোতিপ্রিয় মল্লিককেও (Jyotipriya Mallick) গ্রেফতার করেছে ইডি। মন্ত্রীর গ্রেফতারি নিয়ে প্রশ্ন করতেই এদিন সাংবাদিক বৈঠকে বিষয়টি প্রথমে বিষয়টি এড়িয়ে যেতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানান, এটি রাজনৈতিক প্রশ্ন এবং দলের তরফে সঠিক জায়গায় এর উত্তর দেওয়া হবে। যদিও এরপরই জ্যোতিপ্রিয় মল্লিকের সময়ে রাজ্যে খাদ্য ও গণবণ্টন ব্যবস্থায় কীভাবে আমূল পরিবর্তন আনা হয়েছে, সেই কথাও তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সংযোজন, “আপনি কি জানেন, ডিজিটাল রেশন কার্ড চালু করতে তিনি কীভাবে কাজ করেছিলেন? কীভাবে তাঁরা এক কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছিলেন? তাঁরা কৃষকদের কাছ থেকে ধান প্রোকিওরমেন্টের যে পদক্ষেপ করেছিলেন, মনে রাখবেন তা গ্রিন রিভলিউশন।”
উল্লেখ্য, এদিনের সাংবাদিক বৈঠকে ভুয়ো রেশন কার্ড ইস্যুতে বাম জমানাকেও দুষতে ছাড়লেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় এক কোটি ভুয়ো রেশন কার্ডের জন্য বামদের তুলোধনা করলেন তিনি। মমতার দাবি, তৃণমূল যখন ক্ষমতায় এসেছিল, তখন এক কোটি ভুয়ো রেশন কার্ড ছিল। বললেন, “এটা বামফ্রন্ট আমলের। যাঁরা বড় বড় বকবকম করছেন… এই ভুয়ো রেশনের টাকাটা কোথায় যেত! আজ পর্যন্ত কোনও তদন্ত হয়েছে? এক কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছে আমাদের সরকার। এই কাজ করতে গিয়ে আমাদের সাত-আট বছর সময় লেগেছে।”
রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির হাতে গ্রেফতার হওয়ার পর এজলাসেই অসুস্থ হয়ে পড়েছিলেন। কয়েকদিন কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালে ভর্তিও রাখা হয়েছিল তাঁকে। এখন অবশ্য সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন রয়েছেন ইডির হেফাজতে। মন্ত্রীর পরিবার-পরিজনদের মানসিক অবস্থার কথাও এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর গলায়।