Mamata Banerjee: দিল্লিতে দম বন্ধ হয়ে মৃতদের ৪ জন বাংলার, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Apr 01, 2023 | 4:47 PM

Delhi Fire Death: শুক্রবার সকালে দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসে। দম বন্ধ হয়ে মৃত ৬ জনের মধ্যে চার জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের মধ্যে তিন জন মালদার বাসিন্দা এবং এক জন উত্তর দিনাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

Mamata Banerjee: দিল্লিতে দম বন্ধ হয়ে মৃতদের ৪ জন বাংলার, আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর

Follow Us

কলকাতা: বদ্ধ ঘরে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়ে পড়েছিল পরিবার। সেই জ্বলন্ত মশার কয়েল পড়ে গদিতে। তার পর তা পুড়তে থাকে। মশার কয়েলও জ্বলছিল। মুহূর্তেই বদ্ধ ঘর ভরে গিয়েছিল কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনো অস্কাইডের মতো বিষাক্ত গ্যাসে। এর জেরেই অচৈতন্য হয়ে পড়েন ঘরে ঘুমানো পরিবারে সদস্যরা। এবং দম বন্ধ হয়ে মৃত্যু হয় ৬ জনের। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় ঘটে এই ঘটনা। শুক্রবার সকালে দম বন্ধ হয়ে মৃত্যুর ঘটনা সামনে আসে। দম বন্ধ হয়ে মৃত ৬ জনের মধ্যে চার জন পশ্চিমবঙ্গের বাসিন্দা। তাঁদের মধ্যে তিন জন মালদার বাসিন্দা এবং এক জন উত্তর দিনাজপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। এই মৃত্যুর ঘটনা নিয়ে শনিবার শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়ে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন।

ভিন রাজ্যে চার বাঙালির মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকায় মশার কয়েল থেকে দম বদ্ধ হয়ে মৃতদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন তিনি। ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী। টুইটে তিনি লিখেছেন, “দিল্লিতে আগুনের ঘটনা বেশ কয়েক জনকে হারিয়েছি আমরা। তার মধ্যে তিন জন মালদার এবং এক জন উত্তর দিনাজপুরের। মৃতদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। মৃততের পরিবারকে সাহায্যের জন্য ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।”

 

আগুনের ঘটনা নিয়ে দিল্লি পুলিশের সিনিয়র অফিসার জয় তিরকে বলেছেন, “শাস্ত্রী পার্কের একটি বাড়িতে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই পরিবারের সদস্যদের। রাতে মশার কয়েল জ্বালিয়ে ঘুমিয়েছিলেন ওই পরিবারের লোকেরা। রাতের কোনও সময় মশার কয়েলের আগুন গদির উপরে পরে। এর জেরে সেটিও জ্বলতে থাকে। প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইডে ভরে গিয়েছিল ঘর। এর জেরেই অচৈতন্যহয়ে পড়েন তাঁরা। দম বন্ধ হয়ে মৃত্যু হয় তাঁদের।”

Next Article