Mamata Banerjee: মমতার জীবনে প্রথমবার ঘটল এমন ঘটনা, সাক্ষী থাকলেন সৌরভ-পত্নী ডোনা

Soumya Saha |

Feb 23, 2024 | 8:43 PM

Mamata Banerjee: টেলি ইন্ডাস্ট্রির কলা-কুশলীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ভাল সম্পর্কের ছবি অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে। বিভিন্ন টেলি অনুষ্ঠানে অতীতে দেখাও গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে টেলিভিশনের কোনও গেম শো'য়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি এই প্রথম।

Mamata Banerjee: মমতার জীবনে প্রথমবার ঘটল এমন ঘটনা, সাক্ষী থাকলেন সৌরভ-পত্নী ডোনা
মমতা বন্দ্যোপাধ্যায় ও ডোনা গঙ্গোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনীতিক, প্রশাসক হওয়ার পাশাপাশি লেখিকা ও শিল্পী হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে গুরু দায়িত্ব পালনের পাশাপাশি তিনি কবিতা লেখেন, গান লেখেন, ছবি আঁকেন। রাজনীতির আঙিনায় বাংলায় তথা গোটা দেশে ‘দিদি’ নামেই পরিচিত তিনি। আর এবার তিনি অংশ নিলেন বাংলা টেলি দুনিয়ার জনপ্রিয় এক গেম শো’তে। কিছুদিন আগেই ‘দিদি নম্বর ওয়ান’-এর সেটে শ্যুটিং করেছেন তিনি। অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় এই জনপ্রিয় গেম শো’য়ের সঞ্চালক। যিনি শাসক শিবির তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠ বলেই পরিচিত। কিছুদিন আগে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখাও করেছিলেন তিনি। শুক্রবার এই গেম শো’য়ের মুখ্যমন্ত্রীকে নিয়ে এপিসোডের প্রোমো প্রকাশ করা হয়েছে।

বাংলা টেলি ইন্ডাস্ট্রির কলা-কুশলীদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ভাল সম্পর্কের ছবি অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে। বিভিন্ন টেলি অনুষ্ঠানে অতীতে দেখাও গিয়েছে মুখ্যমন্ত্রীকে। তবে টেলিভিশনের কোনও গেম শো’য়ে তাঁর উজ্জ্বল উপস্থিতি এই প্রথম। কুড়ি সেকেন্ডের ওই প্রোমোয় গেম শোয়ের শ্যুটিং বেশ উপভোগ করতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রী ছাড়াও ওই গেম শো’য়ে অংশ নিয়েছিলেন সৌরভ-জায়া নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়, সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোম চৌধুরীর মতো বিশিষ্ট জনেরাও।

গত ২১ ফেব্রুয়ারিই ‘দিদি নম্বর ওয়ান’ অনুষ্ঠানের ওই এপিসোডের শ্যুটিং হয়েছে। সেই শ্যুটিং সেরে বেরনোর সময়েও মুখ্যমন্ত্রী গাড়িতে যেতে যেতে বলে গিয়েছিলেন, ভালই হয়েছে শ্যুটিং। আর এরপর আজ যে প্রোমো প্রকাশ করা হয়েছে এপিসোডের, তাতে বেশ খোশমেজাজেই গেম শো উপভোগ করতে দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে।

Next Article